বরিশালের বাবুগঞ্জে মাদ্রাসাপড়ুয়া দুই বন্ধু মিলে তাদেরই এক সহপাঠীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে। গত শনিবার সন্ধ্যায় চাঁদপাশা এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ সহপাঠী মাহফুজ ঢালী (১৩) বকশীর চর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। তাকে গুরুতর অবস্থায় প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। মাহফুজ ওই এলাকার কাশেম ঢালীর ছেলে। মাহফুজের স্বজনরা জানান, মোবাইল ফোন কেনার ৬০০ টাকা নিয়ে তিন সহপাঠীর মধ্যে বিবাদ হয়। এরই জের ধরে মাহফুজকে শনিবার সন্ধ্যায় একটি নির্জন স্থানে ডেকে নেয় সহপাঠী বাপ্পী। সেখানে আগে থেকেই অবস্থান করছিল আরেক সহপাঠী তামিম। এরপর সেখানে মাহফুজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই মাহফুজের শরীরের একাংশ পুড়ে যায়। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এম এ আজাদ জানান, মাহফুজের শরীরের ২৩ ভাগ পুড়ে গেছে। তার শ্বাসনালির অংশ বিশেষও পুড়েছে। এ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেওয়া হয়। এদিকে এ ঘটনার বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
দুই বন্ধু মিলে সপ্তম শ্রেণির সহপাঠীকে পুড়িয়ে হত্যাচেষ্টা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর