বরিশালের বাবুগঞ্জে মাদ্রাসাপড়ুয়া দুই বন্ধু মিলে তাদেরই এক সহপাঠীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে। গত শনিবার সন্ধ্যায় চাঁদপাশা এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ সহপাঠী মাহফুজ ঢালী (১৩) বকশীর চর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। তাকে গুরুতর অবস্থায় প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। মাহফুজ ওই এলাকার কাশেম ঢালীর ছেলে। মাহফুজের স্বজনরা জানান, মোবাইল ফোন কেনার ৬০০ টাকা নিয়ে তিন সহপাঠীর মধ্যে বিবাদ হয়। এরই জের ধরে মাহফুজকে শনিবার সন্ধ্যায় একটি নির্জন স্থানে ডেকে নেয় সহপাঠী বাপ্পী। সেখানে আগে থেকেই অবস্থান করছিল আরেক সহপাঠী তামিম। এরপর সেখানে মাহফুজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই মাহফুজের শরীরের একাংশ পুড়ে যায়। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এম এ আজাদ জানান, মাহফুজের শরীরের ২৩ ভাগ পুড়ে গেছে। তার শ্বাসনালির অংশ বিশেষও পুড়েছে। এ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেওয়া হয়। এদিকে এ ঘটনার বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’