বরিশালের বাবুগঞ্জে মাদ্রাসাপড়ুয়া দুই বন্ধু মিলে তাদেরই এক সহপাঠীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে। গত শনিবার সন্ধ্যায় চাঁদপাশা এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ সহপাঠী মাহফুজ ঢালী (১৩) বকশীর চর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। তাকে গুরুতর অবস্থায় প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। মাহফুজ ওই এলাকার কাশেম ঢালীর ছেলে। মাহফুজের স্বজনরা জানান, মোবাইল ফোন কেনার ৬০০ টাকা নিয়ে তিন সহপাঠীর মধ্যে বিবাদ হয়। এরই জের ধরে মাহফুজকে শনিবার সন্ধ্যায় একটি নির্জন স্থানে ডেকে নেয় সহপাঠী বাপ্পী। সেখানে আগে থেকেই অবস্থান করছিল আরেক সহপাঠী তামিম। এরপর সেখানে মাহফুজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই মাহফুজের শরীরের একাংশ পুড়ে যায়। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এম এ আজাদ জানান, মাহফুজের শরীরের ২৩ ভাগ পুড়ে গেছে। তার শ্বাসনালির অংশ বিশেষও পুড়েছে। এ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের পরামর্শ দেওয়া হয়। এদিকে এ ঘটনার বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ