রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিএসএফের হাতে দুই সীমান্তে দুই বাংলাদেশি নিহত

প্রতিদিন ডেস্ক

লালমনিরহাটের বুড়িমারী ও ঠাকুরগাঁওয়ের পাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের (বিএসএফ) হাতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের একজনকে পিটিয়ে এবং আরেকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

লালমনিরহাট : পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে আবু সাঈদ (৩০) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছেন বিএসএফ সদস্যরা। দায়িত্বশীল সূত্র জানান, গতকাল সকাল ৯টায় বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৭ নম্বর মেইন পিলারের কাছ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশ। নিহত আবু সাঈদ বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামের বেনজির রহমানের ছেলে। নিহতের পরিবার জানিয়েছে, সীমান্তের তামাক খেতে কাজ করছিলেন আবু সাঈদ। এ অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় চোরাকারবারি সন্দেহে বিএসএফ তাকে ধরে নিয়ে মারধর করে। এরপর তার দেহ বিদ্যুতের পিলারের কাছে ফেলে রেখে যায়। পরদিন সকালে ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশ তার লাশ নিয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার আবুল হোসেন বলেন, লাশ ফেরত এলে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও : বিএসএফের গুলিতে সাবুল আক্তার (৪৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল ভোর ৪টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সাবুল উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের রমিজ উদ্দীনের ছেলে। নির্ভরযোগ্যসূত্রে জানা গেছে, ভোররাতে পাড়িয়া সীমান্তের ৩৮৪/২ এস মেইন পিলার বরাবর বাংলাদেশ সীমান্তের ৫০ গজ অভ্যন্তরের নো-ম্যানস-ল্যান্ড দিয়ে যাওয়ার সময় বিএসএফ গুলি ছুড়লে নিহত হন সাবুল আক্তার। তার মৃতদেহ বিএসএফ নিয়ে গেছে। বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) এ কে এম আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর