রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
প্রকৃতি

ঝলসে যাওয়া তিন বানর স্থান পেল সাফারি পার্কে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ঝলসে যাওয়া তিন বানর স্থান পেল সাফারি পার্কে

অসচেতনতার কারণে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলের বিদ্যুতের তারে জড়িয়ে পুড়ে আহত ৩ বানরকে চিকিৎসার জন্য গাজীপুরের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে’ পাঠানো হয়েছে। গতকাল  বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন এ তিন বানরকে উদ্ধার করে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক এর সত্যতা নিশ্চিত করেছেন। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর এলাকার সংরক্ষিত বনাঞ্চলের পাশ দিয়ে নতুন বিদ্যুতের সঞ্চালন লাইন স্থাপন করায় বনে থাকা বানর তিনটি বিদ্যুতায়িত হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বানর তিনটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিকভাবে ওই স্থান থেকে তিন বানরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য পার্কের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। চিকিৎসায় বানর তিনটি সুস্থ হয়ে উঠলে তাদের বনে ছেড়ে দেওয়া হবে। এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি কর্মকর্তা হাতেম সাজ্জাত জুলকার নাঈম জানান, পার্কের প্রাণী চিকিৎসা কেন্দ্রে বানরগুলোকে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকৃত বানরগুলোর অধিকাংশেরই শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক মকবুল হোসেন জানান, ইতিমধ্যেই বনাঞ্চলের প্রায় ৫০০ মিটার এলাকায় উন্মুক্ত বিদ্যুতের তার পরিবর্তন করে কভার তার দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর