মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
চুরির অপবাদ

কিশোরকে হাত-পা বেঁধে নির্মম নির্যাতন

গাইবান্ধা প্রতিনিধি

কিশোরকে হাত-পা বেঁধে নির্মম নির্যাতন

গাইবান্ধায় এক কিশোরকে হাত-পা বেঁধে উল্টো করে অমানবিক নির্যাতন করা হয়েছে। গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাফিকুলের (১৩) ওপর এ নির্যাতন চালানো হয়। রাফিকুল ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করে। এই ঘটনায় থানায় মামলা হলে জড়িত সন্দেহে গতকাল পুলিশ দুজনকে আটক করেছে। আহত রাফিকুল বর্তমানে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। রাফিকুলের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, প্রতিবেশী ইয়াজল, ফজলু ও নাজমুলের সঙ্গে তাদের দীর্ঘদিন থেকে পারিবারিক বিরোধ চলছে। গত শুক্রবার (১০ জানুয়ারি) গভীর রাতে ফজলু হকের বাড়ি থেকে গরু চুরি হয়ে যায়। আর ওই গরু রাফিকুল চুরি করেছে বলে মিথ্যা অপবাদ দিয়ে ওই রাতেই রাফিকুলকে ঘুম থেকে ডেকে নিয়ে যায় তারা। পরে শনিবার সকালে রাফিকুলকে হাত-পা বেঁধে উল্টো করে লাঠি দিয়ে অমানবিকভাবে পেটায়। একপর্যায়ে রাফিকুল জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তিনি আরও বলেন, নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ার কারণে প্রথমে তারা ঘটনা নিয়ে কাউকে অভিযোগ করতে সাহস পাননি। পরে অজ্ঞাত ব্যক্তির মোবাইলে ধারণ করা নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশকে জানানো হয়। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিশ্বেশ্বর চন্দ্র বর্মণ বলেন, রাফিকুলের হাত-পা ও শরীরের বিভিন্ন জায়াগায় জখম রয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল্লাহিল জামান বলেন, এ ঘটনায় রবিবার রাতে থানায় মামলা হয়েছে। জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর