শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

রোগীর পেট থেকে গজ ব্যান্ডেজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় অপারেশন করে সামছুন্নাহার তিশা (২১) নামের এক প্রসূতির পেট থেকে গজ-ব্যান্ডেজ বের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এই অপারেশন করা হয়। গত ৪ জানুয়ারি বাগেরহাটের চিতলমারী ক্লিনিকে সিজার অপারেশনের সময় তার পেটে ওই গজ-ব্যান্ডেজ রেখেই   সেলাই করে দেন চিকিৎসক। রোগীর স্বামী আরিফুল ইসলাম জানান, সিজার অপারেশনের জন্য ৪ জানুয়ারি তিশাকে বাগেরহাটের চিতলমারী ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তিনি একটি কন্যাসন্তান জন্ম দেন। কিন্তু অপারেশনের পর চিকিৎসক তিশার পেটে গজ-ব্যান্ডেজ রেখেই সেলাই করে দেন।

এদিকে সন্তান জন্ম দেওয়ার পর তিশা আরও অসুস্থ হয়ে পড়লে তাকে গোপালগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আল্ট্রাসনোগ্রাম করে পেটের মধ্যে ইনফেকশন ও জমাট বাঁধা রক্ত দেখা যায়। পরে গুরুতর অবস্থায় বুধবার তাকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান বলেন, অপারেশন করে রোগীর পেট থেকে প্রায় ৩ কেজি জমাট বাঁধা রক্ত-পুঁজ ও মব উদ্ধার করা হয়েছে। চিতলমারীতে সিজার অপারেশনের সময় তার পেটে ওই গজ রেখেই চিকিৎসক সেলাই করে দেন। এতে পেটের ভিতরে ইনফেকশন হয়ে যায়। বর্তমানে ওই রোগী শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

সর্বশেষ খবর