বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আজ ভাঙা শুরু বিজিএমইএ ভবন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন- বিজিএমইএর ভবন ভাঙার কাজ শুরু হচ্ছে আজ। গতকাল এ তথ্য জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন। হাতিরঝিল এলাকায় অবস্থিত বিজিএমইএ ভবন ভাঙার কাজ আজ সকাল ১০টায় উদ্বোধন করা হবে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এ কাজের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। জানা গেছে, এ ভবন ভাঙার কাজ ‘ফোর স্টার’ গ্রুপকে দেয় রাজউক। তাদের দরপত্রে টাকার পরিমাণ ছিল ১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা। এখন তারা ১ কোটি দুই লাখ টাকায় ভবনটি ভাঙার কাজ শুরু করবে। সনাতন পদ্ধতিতে ভাঙা হবে ভবনটি।

গত বছরের ১২ এপ্রিলের মধ্যে বিজিএমইএ ভবন সরিয়ে নিতে সময় দেয় সর্বোচ্চ আদালত। এর পরিপ্রেক্ষিতে সময় পার হওয়ার পর নির্দেশনা বাস্তবায়নে গত ১৬ এপ্রিল মাঠে নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর