রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ওদের টার্গেট রাতের মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেলসহ ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগেও তারা গ্রেফতার হয়েছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। জামিনে বেরিয়ে তারা আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে। গতকাল বেলা ১২টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান উপ-কমিশনার মাসুদুর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত দলের সদস্যরা জানিয়েছে- তারা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শো-রুমে ডাকাতি করত। এছাড়া তারা রাতে মোটরসাইকেলে চলাচলকারী ব্যক্তিদের আটক করে তাদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র, টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিত। পরে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলের চ্যাসিস নম্বর পরিবর্তন করে ভুয়া রেজিস্ট্রেশন ও কাগজ তৈরি করে তারা গ্রামাঞ্চলে বিক্রি করত। বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলগাঁও ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পূর্ব বিভাগ। তারা হলো- মোস্তাফিজুর রহমান ওরফে মানিক, সুজন শেখ, ইমন, লিটন সরদার ও রমজান হোসেন।  এ সময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিভর্তি পিস্তল, তিনটি চাপাতি ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়।

সর্বশেষ খবর