শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

তরুণদের নিয়ে সাজানো হচ্ছে জেলা বিএনপি

-জি এম সিরাজ এমপি, আহ্বায়ক বগুড়া জেলা বিএনপি

তরুণদের নিয়ে সাজানো হচ্ছে জেলা বিএনপি

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, আর মাত্র কয়েকটা দিন। তারপর দেখেন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নিয়ে জেলা বিএনপি কেমন আন্দোলন শুরু করে। পুরো জেলা বিএনপিকে ঢেলে সাজানো হচ্ছে। পুরাতন ভেঙে নতুন তারুণ্য দিয়ে সাজানো হচ্ছে জেলা বিএনপিকে। তিনি বলেন, গণতন্ত্র ফেরাতে হবে। খালেদা জিয়াকে বন্দী থেকে মুক্ত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া জেলা বিএনপিকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন। সে লক্ষ্যে মেয়াদ উত্তীর্ণ সব সাংগঠনিক  থানা কমিটি ও অধীনস্থ সব ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব শিগগিরই ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন শুরু হবে। নতুন আর পরীক্ষিতদের সমন্বয়ে নতুন কমিটি নিয়েই বেগম খালেদা জিয়ার মুক্তিসহ যে কোনো গণতান্ত্রিক আন্দোলন সফল করতে ভূমিকা রাখবে। বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মো. সিরাজ বলেন, রাজপথের কঠোর আন্দোলনের জন্য শক্তিশালী সংগঠনের বিকল্প নেই। সাংগঠনিক কমিটিগুলোর সম্মেলন শেষে জেলা কমিটির সম্মেলন সম্পন্ন হবে। পুনর্গঠনের পর বগুড়া থেকেই আন্দোলন শুরু করা হবে।

সর্বশেষ খবর