রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পুলিশের পোশাক পরে ব্যবসায়ীকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ডুমুরিয়ায় পুলিশের পোশাক পরে অপহরণকারীরা সেকান্দার গাজী নামের মোবাইল ফ্ল্যাক্সিলোড ও বিকাশ লেনদেনের ব্যবসায়ীকে অপহরণ করেছে। পরে আড়ংঘাটা থানা এলাকায় প্রাইভেটকারসহ এক ভুয়া পুলিশকে আটক করা হয়। এ সময় গাড়ির ভিতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, রাতে আউটার বাইপাস রোডে নিয়মিত টহল দেওয়ার সময় ডুমুরিয়া এলাকা থেকে আসা প্রাইভেটকারকে সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু সিগন্যাল না মেনে গাড়িটি দ্রুত রায়ের মহলের দিকে যায়। পুলিশ ধাওয়া করলে গাড়ি থামিয়ে কয়েকজন পালিয়ে যায়। তবে পুলিশ পোশাক পরা অবস্থায় সোহেল মোল্যা (ভুয়া পুলিশ) নামের একজনকে আটক করে। তার দেওয়া তথ্য মতে, গাড়ি থেকে দুই সেট পুলিশের ইউনিফর্ম, মোবাইল, ব্যাজসহ দোকানের তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়। এর আগে রাত সাড়ে ১২টার দিকে ডুমুরিয়া থেকে ওই ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে অপহরণ করে প্রতারক চক্রটি। জিজ্ঞাসাবাদে জানা যায়, পুলিশের পোশাক পরে প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। তারা গ্রেফতারের ভয় দেখিয়ে চাঁদা আদায় করত। এ ঘটনায় আড়ংঘাটা থানায় মামলা হয়েছে।

সর্বশেষ খবর