সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ও জবাই করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ও জবাই করে হত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার চরএলাহি ইউনিয়নের (বিচ্ছিন্ন দ্বীপ) ৬নং ওয়ার্ড চরবালুয়া এলাকায় শনিবার রাতে দিদার হোসেন সৌরভ (৪০) নামে ওই আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে কোম্পানীগঞ্জ পুলিশ। গতকাল সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত দিদার হোসেন সৌরভ চরএলাহি ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরবালুয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। আটকরা হচ্ছেন, উড়িরচর এলাকার মো. ইসাকের ছেলে বাহার উদ্দিন (৩৮) ও একই এলাকার ওহিদুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৪৭)। নিহতের ছোট ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের ছোট ভাই সাহাব উদ্দিন অভিযোগ করে বলেন, স্থানীয় আব্দুর রাজ্জাক ও হোসেনের মধ্যে বিচ্ছিন্ন দ্বীপ উড়িরচরের একটি দোকান বিক্রি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়টি সমাধানের জন্য শনিবার রাতে বাহার তার বাড়িতে সৌরভকে দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে যায়। ওই বাড়িতে উভয় পক্ষকে নিয়ে বসার এক পর্যায়ে বাহার ও রাজ্জাক রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর ১৫/২০ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী ঘরে ঢুকে সৌরভকে এলোপাতাড়ি পিটিয়ে বাইরে এনে জবাই করে হত্যা করে। এই হত্যাকান্ডটি পরিকল্পিত এবং মুখোশধারী সন্ত্রাসীরা সবাই সন্দ্বীপ উপজেলা থেকে এসেছে বলে দাবি করেছেন নিহতের ভাই সাহাব উদ্দিন।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সৌরভ নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত মুখোশধারী সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর