মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারে প্রতিটি ব্যাংককে ২০০ কোটি টাকার তহবিল

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজার স্বাভাবিক করতে প্রতিটি ব্যাংককে ২০০ কোটি টাকা তহবিল গঠনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শেয়ারবাজারের এ বিনিয়োগকে নির্ধারিত সীমার বাইরে রাখা হয়েছে। শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ৭ শতাংশ সুদে ঋণ পাবে সিকিউরিটিজ প্রতিষ্ঠানগুলো। এসব সুযোগ দেওয়া হয়েছে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক গতকাল রাতে এ নিয়ে একাধিক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে কোন খাতে শেয়ারে এ তহবিল বিনিয়োগ করা যাবে,  তা-ও নির্দিষ্ট কওে দেওয়া হয়েছে। পাশাপাশি গত বছরের সেপ্টেম্বরে শেয়ারবাজারের জন্য কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া বিশেষ তহবিল সুবিধা বাতিল করা হয়েছে। সরকারের সঙ্গে পরামর্শ করে  কেন্দ্রীয় ব্যাংক আইনের বিভিন্ন ধারা শিথিল করে এসব সিদ্ধান্ত নিয়েছে।

এ তহবিল হবে ঘূর্ণমান। ব্যাংক নিজে বা সহযোগী প্রতিষ্ঠান ও সিকিউরিটিজ প্রতিষ্ঠানের মাধ্যমে এসব তহবিল ব্যবহার করতে হবে। তবে এসব তহবিল গঠন বা শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়ে কাউকে বাধ্যবাধকতা আরোপ করা হয়নি।

সর্বশেষ খবর