বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ধর্ষকদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলী এলাকার একটি বাসায় শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ভুক্তভোগীর সহপাঠীরা। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ধর্ষকদের ফাঁসির দাবি জানায় তারা। শত শত শিক্ষার্থী সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল,  সৃষ্টি হয় তীব্র যানজট। এ সময় বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা। বেগম বদরুন্নেসা কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা এ কর্মসূচিতে অংশ নেয়।

বিক্ষোভ করতে আসা ধর্ষণের শিকার শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী দুজনকে বাসায় রেখে তার বাবা-মা বাইরে যান। রাত ১১টার দিকে তিনজন লোক ওই বাসায় ঢুকে হাত-পা বেঁধে দুই কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় তার সহপাঠীরা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। আসমাউল হুসনা নামে এক বিক্ষুব্ধ ছাত্রী জানায়, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে আর কেউ এমন দুঃসাহস না দেখায়। ছাত্রীরা জানায়, সারা দেশে ধর্ষণ বেড়েই চলেছে। আমরা চাই এ দেশ নারীবান্ধব হবে, নারীরা-ছাত্রীরা নির্ভয়ে থাকবে। এ পরিবেশ নিশ্চিত করতে  সরকারের কাছে দাবি জানাই।

সর্বশেষ খবর