শিরোনাম
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সোশ্যাল মিডিয়ার আইডি হ্যাক চক্রের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল মিডিয়ার আইডি হ্যাক চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদেরকে সোমবার খুলনার খালিশপুর থেকে গ্রেফতার করা হয়। তারা অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিল।

গ্রেফতার হওয়া চক্রের সদস্যরা হলেন- সাকিব হাসান অনিক (২২), মাহমুদুল হাসান (২৮), সায়াহাম ওরফে সাদ (২১), আবুল বাশার ওরফে হৃদয় (২২) এবং আসাহাবুর রহমান (২১)। গ্রেফতার অভিযানের সময় তাদের কাছ থেকে  প্রতারণার কাজে ব্যবহৃত ১৫০টি বিভিন্ন কোম্পানির সিমযুক্ত ১৭টি মোবাইলসহ একটি বিকাশের ক্যাশ আউট রেজিস্ট্রার জব্দ করা হয়। সায়াহাম, আবুল বাশার ও আসাহাবুর রহমানের দেহ তল্লাশি করে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গতকাল সিআইডি জানিয়েছে, প্রতারক চক্রটি প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে। এরপর টার্গেট ব্যক্তির নিকট আত্মীয়দের বিপদের কথা বলে টাকা চেয়ে বিকাশ নম্বর পাঠায়। এভাবে পুরান ঢাকার চকবাজারের রাসেল শিকদার নামে একজন ৭৬ হাজার ৫০০ টাকা প্রতারণার শিকার হয়েছেন।

সর্বশেষ খবর