রাঙামাটির পাহাড়ে মিশ্র ফসলের চাষ করে চমক সৃষ্টি করেছেন এক কিষানি। নাম তার সোমা বেগম (৩৫)। তিনি নিজ উদ্যোগে রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার ব্রাহ্মটিলার পাহাড়ে গড়ে তুলেছেন মিশ্র সবজির বাগান। চলতি মৌসুমে সে বাগানে ফলনও হয়েছে বাম্পার। পাহাড়জুড়ে সোভা পাচ্ছে চিচিঙ্গা, বেগুন, ঢ্যাঁড়শ, মরিচ, কাঁকরোল, লালশাক, সরিষা শাক, টমেটো, কপিশাক, মিষ্টিকুমড়া, কুমড়াসহ নানা জাতের সবজি। আবার ওই সবজি স্থান দখল করেছে রাঙামাটির বিভিন্ন বাজারে। সে সবজির দাম যেমন কম, চাহিদাও তেমনি বেশি। শুধু এ মৌসুমে এরই মধ্যে সোমা বেগম সবজি বিক্রি করেছেন লক্ষাধিক টাকার। কিষানি সোমা বেগম জানান, স্বামী জসিম উদ্দীনকে সঙ্গে নিয়ে তিনি চলতি মৌসুমে রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার ব্রাহ্মটিলার পাহাড়ে নানা জাতের মিশ্র ফসল চাষ শুরু করেন। পাহাড়ি মাটিতে কোনো সেচব্যবস্থা ছাড়াই স্বামী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে শুরু করেন চাষাবাদ। কাপ্তাই হ্রদ ঘেঁষে এক পাহাড়ে খন্দে খন্দে বপন করেন চিচিঙ্গা, বেগুন, ঢ্যাঁড়শ, মরিচ, কাঁকরোল, লালশাক, সরিষা শাক, টমেটো, কপিশাক, মিষ্টিকুমড়া ও কুমড়া। সময়মতো পানি, সার দেওয়া এবং সঠিক পরিচর্যার কারণে ফলন হয়েছে বাম্পার। আশপাশের এলাকাবাসীসহ দূরদূরান্ত থেকে অনেকেই আসেন তার বাগানের সবজি সংগ্রহ করতে। তিনি বলেন, শুধু মৌসুমি সবজি নয়, তার পাহাড়ে আছে আম, কাঁঠাল, বরই, নারকেল, পেয়ারা, সুপারিসহ বিভিন্ন প্রজাতির গাছ। সেসব গাছের ফলন স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে বাজারজাত হয় বিভিন্ন বাজারে। তবে স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতা পেলে আরও বড় পরিসরে এ মিশ্র ফসলে বাগান গড়ার পরিকল্পনা রয়েছে তার। রাঙামাটি কৃষি বিভাগ বলছে, রাঙামাটির অনেক পাহাড় বাসিন্দা আছেন, যারা নিজ উদ্যোগে এমন চাষাবাদ করে থাকেন। পাহাড়ি মাটি চাষাবাদের জন্য বেশ উপযোগী তাই চাষাবাদ করলে ফলনও হয় বাম্পার। চলতি মৌসুমে সবচেয়ে বেশি সবজি আবাদ হয়েছে রাঙামাটি সদর, বরকল, বাঘাইছড়ি, জুরাছড়ি, নানিয়ারচর, লংগদু ও বিলাইছড়ি উপজেলায়। এসব উপজেলার উৎপাদিত সবজিতে এখন রাঙামাটির বিভিন্ন বাজার সয়লাব হয়ে গেছে। এ ব্যাপারে রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক পবন কুমার চাকমা বলেন, যারা কিষান-কিষানি তাদের চাষাবাদে উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ে কাজ করছেন কৃষি কর্মকর্তারা। একই সঙ্গে সারের সঠিক ব্যবহারসহ গাছ পরিচর্যার বিষয়েও বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে তারা পরিশ্রমের মূল্য পান। এমনিতে পাহাড়ের অবহাওয়া চাষের উপযোগী, মাটিও বেশ উর্বর। তাই এখানে যে কোনো ফসলের ভালো ফলন হয়। যাদের বাগানে পোকাজনিত সমস্যার কারণে ফসল নষ্ট হয়ে যায় তাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।
শিরোনাম
- আজ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- ভারতে গণবিক্ষোভের শঙ্কা, ১৯৭৪ পরবর্তী আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ
- ভাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ
- লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০
- ভারতে গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশের প্রথম চালান
- জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর
- গাজা শহরে বৃষ্টির মতো গোলাবর্ষণ চলছে, প্রাণ বাঁচাতে দক্ষিণে ছুটছে ফিলিস্থিনিরা
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
- ক্ষতিগ্রস্ত শিল্পে স্বস্তি: ঋণের মেয়াদ বাড়বে সর্বোচ্চ ১০ বছর
- খাদ্য মূল্যস্ফীতি, দারিদ্র্য ও বৈষম্য
- যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৪ শতাংশ কমার শঙ্কা
- ইসলামী অর্থনীতিতে বাজারদর নির্ধারণের ন্যায়সংগত পথ
- খেলা ছিল হাতে, শেষ মুহূর্তেই ভেঙে গেল স্বপ্ন: রশিদ খান
কৃষি
পাহাড়ে মিশ্র ফসলের চমক
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর