বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

কঠোর অবস্থান থাকবে হাইব্রিডদের বিরুদ্ধে

---- জহিরুল হক, সভাপতি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ

কঠোর অবস্থান থাকবে হাইব্রিডদের বিরুদ্ধে

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, ‘ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় চলছে দল পুনর্গঠনের কাজ। নেতৃত্বের কোন্দল না থাকলেও রয়েছে প্রতিযোগিতা। তবে দল পুনর্গঠনের সুযোগে কিছু হাইব্রিড ও বিতর্কিত ওত পেতে আছেন। তাদের বিষয়ে জেলা আওয়ামী লীগ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।’

জহিরুল হক বলেন, ‘টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার কারণে সুবিধাবাদীরা ভর করেছেন আওয়ামী লীগে। নিজেদের বলয় বৃদ্ধি করে প্রভাব-প্রতিপত্তি বজায় রাখার জন্য অনেকেই অনুপ্রবেশকারী হাইব্রিডদের দলে ভিড়িয়েছেন। তাতে শুধু প্রকৃত আওয়ামী লীগাররাই কোণঠাসা হয়ে পড়েননি, নানা অপকর্ম করার মধ্য দিয়ে তারা সরকার ও আওয়ামী লীগকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছেন। এজন্য সরকারের ভিত মজবুত ও উন্নয়নের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার পাশাপাশি এবার সংগঠনের চেইন অব কমান্ড ঠিক করার দিকে বেশি নজর দেওয়া হচ্ছে।’ এই নেতা বলেন, ‘দলীয় নেতৃত্বে এমন প্রত্যাশিত পরিবর্তনের সিদ্ধান্ত থাকায় দীর্ঘদিন দলে কোণঠাসা, অবহেলিত ও নিষ্ক্রিয় নেতা-কর্মীদের মাঝে নতুন আশার আলো জ্বলে উঠেছে। দলীয় রাজনীতির এমন নতুন মেরুকরণে চাঙ্গা হয়ে উঠেছে নেতা-কর্মীরা।’ তিনি বলেন, ‘ইতিমধ্যে দলীয় কর্মীদের সঙ্গে বসে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী ও মাদকসেবীদের লালনে অভিযুক্ত নেতাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। চলমান অভিযানের জন্যও তালিকা করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা সব সময়ই নেতা-কর্মীদের শ্রম-ঘামের মূল্যায়ন করেন। দলের প্রাণশক্তি তৃণমূলকেই তিনি সব সময় গুরুত্ব দেন। সেই গুরুত্ব বিবেচনা করেই আমরা তৃণমূল গোছাচ্ছি।’

সর্বশেষ খবর