শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক

ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন- নেহাল, তানভীর, রাহাত, সাফিয়ান ও সোয়াদ। তারা সবাই এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। ঢামেক সূত্র জানান, আহতদের মধ্যে নেহালের ডান পায়ে ছুরির জখম রয়েছে। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর অবস্থায় ঢামেকের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সোয়াদ। বাকিদের হাতে, পিঠে ও পেটে ছুরির আঘাত রয়েছে। এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, কলেজ দুটির মধ্যে দীর্ঘদিন ধরে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছিল। তারই ফলে মারামারির ঘটনাটি ঘটে। তবে এখন পর্যন্ত কেউ মামলা করতে রাজি হয়নি। এদিকে সায়েন্সল্যাবের মারামারির জেরে গতকাল সোয়া ৩টায় চানখাঁরপুল চৌরাস্তায় সিটি কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থী হলেন ফয়সাল হোসেন (২০)। তিনি সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ঢামেক সূত্র জানান, কলেজ শেষে নীলাচল পরিবহনে যাত্রাবাড়ীতে বাসায় ফিরছিলেন ফয়সাল। ফেরার পথে চানখাঁরপুল চৌরাস্তায় ঢাকা কলেজের ছাত্ররা বাস থামিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে রড দিয়ে মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন সহপাঠীরা।

সর্বশেষ খবর