শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

শিল্পকলায় কালিদাস

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় কালিদাস

প্রতিশ্রুতিশীল নাটকের দল থিয়েটার ৫২ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল তাদের নিয়মিত প্রযোজনার দর্শকনন্দিত নাটক ‘কালিদাস’। অপূর্ব কুমার কুন্ডু রচিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন জয়িতা মহলানবীশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নজরুল ইসলাম সোহাগ, রুমি প্রভা, জয়ীতা মহলানবীশ, আদিব মজলিশ খান, রুদ্র রায় অপু, দিপু আহমেদ প্রেম, এম পারভেজ পলাশ প্রমুখ।

বাফার সনদ বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা : বাড্ডা শাখার শিক্ষার্থীদের সনদ বিতরণ করেছে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা)। সম্প্রতি রাজধানীর বাড্ডা লিংক রোডের বেইজ ক্যাম্প গ্রামার স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফার সম্পাদক মো. ফজলুর রহমান, নজরুলসংগীত শিল্পী জোসেফ কমল রড্রিক্স, গায়িকা সামিনা চৌধুরী, মিউজিক কম্পোজার ইবরার টিপু, ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. এমরানুল ইসলাম, ভারতের তবলাবাদক ভোলানাথ নট্ট, পন্ডিত পঙ্কজ বসু ও বেইজক্যাম্প গ্রামার স্কুলের এমডি জামিল হোসেন মজুমদার। সভাপতিত্ব করেন শাখাপ্রধান নাসির আহমেদ। সবশেষে নৃত্য পরিবেশন করেন বাফার বাড্ডা শাখার শিক্ষার্থীরা।

পাবনায় আজ মুক্তিযুদ্ধের ‘ঠিকানা’ : লোক নাট্যদল (বনানী) আজ পাবনায় মঞ্চায়ন করবে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ঠিকানা’। সন্ধ্যা ৭টায় জেলার বনমালী শিল্পকলা কেন্দ্রে মঞ্চায়ন হবে দলের ২৮তম প্রযোজনার এ নাটকটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর