বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

পাপিয়ার দুই মামলার দায়িত্ব পেল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

সদ্য বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউসহ গ্রেফতার চারজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তভার পেয়েছে র‌্যাব। মামলা দায়েরের পরপরই র‌্যাবের পক্ষ থেকে তদন্তে আগ্রহ প্রকাশ করলে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আদেশের

কপি পায় র‌্যাব। বিমানবন্দর ও শেরেবাংলা থানায় ৩টি মামলায় ১৫ দিনের রিমান্ড শেষে গতকাল পাপিয়া ও তার স্বামীকে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাপিয়ার মামলার তদন্ত প্রসঙ্গে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল শাফি উল্লাহ বুলবুল বলেন, আজ (মঙ্গলবার) আমরা মন্ত্রণালয়ের কাগজ পেয়েছি। মাদক ও অস্ত্র এই দুটি মামলার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আমরা খুব শিগগিরই আদালতে ১০ দিনের রিমান্ড চাইব। জানা গেছে, পাপিয়ার উত্থানের  পেছনে কাদের ভূমিকা ছিল, কারা পাপিয়া গংদের কাছ থেকে নিয়মিত সুবিধা নিতেন তদন্তে এসব বিষয়ে বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে এরই মধ্যে পাপিয়াকে নিয়ে অনেকের ঘুম হারাম হয়ে গেছে। কারণ, পাপিয়াকে কারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, কারা বিভিন্ন কমিটিতে বড় পদ পাইয়ে দিতে ভূমিকা রেখেছেন এবং কারা পাপিয়ার কাছ থেকে সুবিধা নিয়েছেন এর সব তথ্য এখন আইনপ্রয়োগকারী সংস্থার হাতে। দফায় দফায় চলছে যাচাই-বাছাই। সবকিছু নিশ্চিত না হয়ে এ সম্পর্কে মন্তব্য করতেও চান না তদন্ত সংশ্লিষ্টরা। গ্রেফতারের পর পাপিয়ার কাছ থেকে পাওয়া জিজ্ঞাসাবাদের তথ্য যাচাই করছে বিভিন্ন সংস্থা। প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে শামীমা নূর পাপিয়া ওরফে পিউ, স্বামী মফিজুর রহমান সুমন ওরফে মতি সুমনসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন রাজধানীর ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২০ রাউন্ড গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বেশকিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর