শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

টাঙ্গাইলে ৪০ কিলোমিটার যানজট

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাস থেকে রক্ষায় মানুষকে ঘরে থাকার জন্য সরকারি- বেসরকারি অফিস ছুটি দিলেও তারা গ্রামের দিকে ফিরতে শুরু করেছে। ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ২৫ কিলোমিটার ও মির্জাপুরের গোড়াই থেকে কদিম ধল্লা পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার এলাকায় এ যানজট দেখা যায়। এতে এই মহাসড়কের ৪০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এদিকে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় শত শত ট্রাক আটকে পড়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- টাঙ্গাইল : করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটি পাওয়ায় ঝুঁকি নিয়েই ঘরে ফিরছে হাজারো মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল ভোর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ২৫ কিলোমিটার ও মির্জাপুরের গোড়াই থেকে কদিম ধল্লা পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার এলাকায় এ যানজটের সৃষ্টি হয়।

সিরাজগঞ্জ : করোনাভাইরাস থেকে রক্ষায় মানুষকে ঘরে থাকার জন্য সরকারি-বেসরকারি অফিস ছুটি দিলেও মানুষ ঘরের দিকে ফিরতে শুরু করেছে। এ কারণে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মানিকগঞ্জ : মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় শত শত ট্রাক আটকে পড়েছে। গতকাল সকালে কিছু যাত্রীবাহী বাস পার হলেও সকাল ৯টার পর ঘাট এলাকা একেবারেই যাত্রীশূন্য হয়ে পড়ে। গণপরিবহন বন্ধ থাকায় নতুন করে আসেনি কোনো যাত্রীবাহী বাস কিংবা ব্যক্তিগত গাড়ি। তবে এর মধ্যে পাটুরিয়া ঘাটে আটকে পড়েছে তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক।

সর্বশেষ খবর