বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

গণস্বাস্থ্যের কিট পরীক্ষার জন্য পাঁচ জনের নমুনা

প্রতিদিন ডেস্ক

দেশেই করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার জন্য দ্রুত শনাক্তকরণ কিট ‘র‌্যাপিড ডট ব্লট’ তৈরি করছে গণস্বাস্থ্য কেন্দ্র।

এ বিষয়ে গতকাল গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে জানান, সরকারের ওষুধ প্রশাসন অধিদফতরের সাতজন কর্মকর্তা গতকাল পরিদর্শন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাব। চাওয়া মতো সরকারের কাছ থেকে পাওয়া গেছে পাঁচজন করোনা আক্রান্তের রক্তের নমুনা। তিনি বলেন, ‘গতকাল দুপুর একটায় এসেছিলেন ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা। প্রায় চার ঘণ্টা ছিলেন তারা। সবকিছু বিস্তারিতভাবে দেখেছেন। এমন সময় সরকারও করোনা আক্রান্ত পাঁচজনের রক্তের নমুনা প্রদানের ব্যবস্থা করেছে। রাত আটটার দিকে সেগুলো হাতে পেয়েছি। এগুলো নিয়ে এখন আমরা গবেষণা করছি। আগামী ১১ এপ্রিল বেলা ১১টায় সরকারকে কিছু কিট সরবরাহ করব।’ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘এখন আমাদের প্রথম কাজ কিট তৈরি করা। সরকার সেগুলো পাওয়ার পর ১৫ এপ্রিলের মধ্যে যাতে পূর্ণাঙ্গ অনুমোদন দিতে পারে। আমরা কিটের স্যাম্পল সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও অন্য সংস্থাগুলোকে দেব। যারা পরীক্ষা করতে চাইবে পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর