মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা
লিচুবাগান নিয়ে সংঘর্ষ

পাল্টাপাল্টি মামলা দুই হত্যাকাণ্ডে

মেহেরপুর প্রতিনিধি

গাংনীর সাহেবনগর গ্রামে লিচুবাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হওয়ার দুই দিন পার হলেও কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ। রবিবার রাতে উভয় পক্ষ গাংনী থানায় পৃথক মামলা দায়ের করেছে। মামলা দুটিতে মোট ১৮ জনকে আসামি করা হয়েছে। গাংনী থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, নিহত ইসমত কবির ডাবলুর পরিবার থেকে ১০ জনকে আসামি করে মামলা হয়েছে; যার নম্বর ১৬, তারিখ ১৭.০৫.২০। অন্যদিকে নিহত সানারুলের স্ত্রী রশিদা খাতুন বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেছেন; যার নম্বর ১৭, তারিখ ১৭.০৫.২০। ওসি আরও বলেন, এখন পর্যন্ত কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। তবে আটকের চেষ্টাসহ তদন্ত চলছে। গ্রামবাসী জানান, কাজিপুর গ্রামের গোলাম বাজারের পাশে তিন বিঘা জমিতে লিচুবাগানের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি আদালত থেকে মালিকানার রায় গেছে নিহত ডাবলু হোসেনের পক্ষ। তবে অন্যপক্ষ সাহেবনগর গ্রামের হাবিবুর রহমানের লোকজন তা মেনে নেননি। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে গত শনিবার সন্ধ্যায় উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে দুই পক্ষের দুজন নিহত হন।

সর্বশেষ খবর