রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা

এ পরিস্থিতিতে খোলা যাবে না

-সিরাজুল ইসলাম চৌধুরী

এ পরিস্থিতিতে খোলা যাবে না

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, করোনার সংক্রমণ দিনে দিনে বাড়ছে।

বর্তমান পরিস্থিতি চলতে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ শিক্ষাবিদ আরও বলেন, অনলাইনে ও সংসদ টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে। যদিও এ পদ্ধতি তেমন কার্যকর হচ্ছে না। কিন্তু স্কুল-কলেজ খুলে এখনই ক্লাস নেওয়া যাবে না। এ পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। বিভিন্ন দেশে যেখানে পরিস্থিতির উন্নয়ন হয়েছে, ভাইরাস সংক্রমণ বন্ধ হয়েছে তারা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে। কিন্তু আমাদের দেশে এমন পরিস্থিতি আসেনি। এ শিক্ষাবিদ আরও বলেন, করোনাভাইরাসের কারণে ছাত্র-ছাত্রীদের বড় একটি সময় নষ্ট হয়ে যাচ্ছে। তাই অভিভাবকদের মধ্যে যারা শিক্ষিত রয়েছেন তারা সন্তানকে বাড়িতেই এ সময়ে পড়াবেন। তাদের একাডেমিক পাঠ দেওয়ার পাশাপাশি আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে অনুরোধ জানান অভিভাবকদের।

সর্বশেষ খবর