মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

আপাতত ভোট করছে না ইসি

প্রস্তাবনা তৈরি করতে নির্দেশনা গণপ্রতিনিধিত্ব আইন যাচ্ছে মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক

স্থগিত থাকা সংসদীয় আসনের উপনির্বাচন, চট্টগ্রাম সিটি ও বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন আপাতত করতে চাইছে না নির্বাচন কমিশন। তবে এসব নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য ফাইল উপস্থাপন তথা প্রস্তাবনা তৈরি করতে ইসি সচিবালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল কমিশনের আনুষ্ঠানিক বৈঠকে সচিবালয়ের কাছে এ প্রস্তাবনা চাওয়া হয়। ৬৩তম কমিশন বৈঠক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। বৈঠকে তিন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে গণপ্রতিনিধিত্ব আইন, ২০২০ এর খসড়া প্রস্তুত রয়েছে। তা দ্রুত আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং রাজনৈতিক দলের নিবন্ধন আইন প্রণয়নের বিষয়ে আলোচনা হয়েছে। একজন নির্বাচন কমিশনার এ বিষয়ে লিখিত বক্তব্যও দিয়েছেন। ইসি কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী নির্বাচনের সব সময়সীমা পার হয়ে গেলে সুপ্রিম কোর্ট থেকে ব্যাখ্যা নিয়ে করণীয় নির্ধারণ করতে হবে। যদিও সিইসি ইতিমধ্যে বলেছেন, তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সুপ্রিম কোর্টের কাছ থেকে প্রয়োজনে ব্যাখ্যা নেবেন। বৈঠক সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনগুলো সরকারের। তাই চসিকসহ অন্যান্য নির্বাচন সরকার যখন চাইবে, তখন করবে ইসি। তারপরও সব নির্বাচনের পর্যালোচনামূলক প্রস্তাবনা নথিতে দিতে বলেছে ইসি। সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, সংসদের উপনির্বাচন ও সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে এখন আর তড়িঘড়ি করছে না নির্বাচন কমিশন। করোনাভাইরাস মহামারীর মধ্যে নির্ধারিত সময়ে প্রথম দফায় ভোট করতে না পারায় ‘দৈব-দুর্বিপাকের কারণে’ সাংবিধানিকভাবে পরবর্তী ৯০ দিন সময় রয়েছে নির্বাচন কমিশনের হাতে। ঘোষিত তফসিল অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং বগুড়া-১, যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচন হওয়ার কথা ছিল মার্চে। তবে ভোটের নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে তা স্থগিত করা হয়। এর মধ্যে বগুড়া ও যশোরের দুই আসনের উপনির্বাচন এপ্রিলের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা ছিল। এ ছাড়া সংসদ সদস্যের মৃত্যুতে ঢাকা-৫ ও পাবনা-৪ আসনও ইতিমধ্যে শূন্য হয়েছে। আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর