বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সুপারভাইজ করে অনলাইন উপযোগী করা হয়েছে লেকচার

-মন্জুর এইচ খান, পরিচালক, স্টুডেন্ট অ্যাফেয়ার্স, এআইইউবি

সুপারভাইজ করে অনলাইন উপযোগী করা হয়েছে লেকচার

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরিচালক মন্জুর এইচ খান বলেছেন, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এআইইউবিতে সব বিভাগে অনলাইনে পাঠদান চলছে। এ জন্য সব লেকচার সুপারভাইজ করে অনলাইন উপযোগী করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে মন্জুর এইচ খান এসব কথা বলেন। কম্পিউটার সায়েন্স বিভাগের এ সহযোগী অধ্যাপক আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের অভ্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে তারা প্রতিনিয়ত ক্যাম্পাসে আসত। এখন বাসায় থাকছে। ভিন্ন অভ্যাস তৈরি হচ্ছে তাদের মধ্যে। স্কুলশিক্ষার্থীদের অভিভাবকরা নানা কাজে ব্যস্ত রাখতে পারেন, তাদের নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অনেক পরিণত। তাদের নিয়ন্ত্রণ করা অভিভাবকদের জন্য কঠিন। তাই এই শিক্ষার্থীদের পড়াশোনায় সম্পৃক্ত রাখাই এখন চ্যালেঞ্জ। মন্জুর এইচ খান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা খুব কম সময়ে, যথাসময়ে কোর্স শেষ করে জব মার্কেটে ঢুকে যায়। করোনার সময়ে এই মেধাবীরা দুশ্চিন্তায় পড়েছে। এআইইউবিতে পুরোদমে অনলাইন ক্লাস চলছে উল্লেখ করে এ শিক্ষক বলেন, করোনার কারণে আমরা প্রযুক্তিকে পুরোপুরি কাজে লাগিয়েছি। মাইক্রোসফট, সিসকোসহ প্রসিদ্ধ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে এ বিশ্ববিদ্যালয় যুক্ত রয়েছে। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণও আশাতীত। তিনি বলেন, এআইইউবি শিক্ষার্থীরা বরাবরই সামাজিক, জনহিতকর নানা কর্মকান্ডে জড়িত থাকে। করোনার কারণে এসবও থমকে আছে। তবু অনেক শিক্ষার্থী নিজ উদ্যোগে জনহিতকর কাজ চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

সর্বশেষ খবর