বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নাছিরকে পাশে নিয়েই কাজ করব : সুজন

নাছিরকে পাশে নিয়েই কাজ করব : সুজন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর রেখে যাওয়া চসিক ব্যবস্থাপনাকে ফিরিয়ে আনতে চান। শিক্ষা খাতে হৃদগৌরব পুনরুদ্ধারের চেষ্টা করবেন তিনি। এমনটা জানিয়ে তুলে ধরেছেন তার মেয়াদকালের ১৮০ দিনের মধ্যে শীর্ষ পাঁচ লক্ষ্যমাত্রা। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এই সহসভাপতি বিদায়ী মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ সাবেক সব মেয়রের পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশী। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেছেন, নগরে স্বস্তি জীবন ধারণের পরিবেশ দেব। ভেঙে পড়া সড়ক সংস্কারই হবে প্রথম কাজ। গতকাল ছিল বিদায়ী মেয়র আ জ ম নাছির উদ্দিনের শেষ কর্মদিবস। তাকেসহ সাবেক সব মেয়র, নিজ দল আওয়ামী লীগ ও অন্য দলের নেতৃবৃন্দ এবং সিনিয়র সিটিজেনদের পরামর্শ নিয়ে নগর প্রশাসকের দায়িত্ব পালন করতে চান খোরশেদ আলম সুজন। শীর্ষ ৫ লক্ষ্যমাত্রা সম্পর্কে তিনি বলেন, সড়ক সংস্কার করে করুণ দশার দুর্ভোগ থেকে প্রথমেই নগরবাসীকে মুক্তি দিতে চাই। চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক যানচলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে চাই। অতঃপর স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনা, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর রেখে যাওয়া স্বাস্থ্যসেবা পুনরুদ্ধার, শিক্ষার মান ফিরিয়ে এনে যুগোপযোগী করা, চসিকের অভ্যন্তরীণ দুর্নীতি রোধ করে গতিশীলতা আনতে চাই। চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন চট্টগ্রামে সেবা নিশ্চিতে সমন্বয় প্রসঙ্গে বলেন, সেবা ও উন্নয়ন সংস্থা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করতে চাই। স্বস্তিকর জীবনের একটি মানবিক শহর উপহার দিতে চাই। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর দেওয়া দায়িত্ব পালনে সর্বোচ্চটুকু করতে চাই। চসিক প্রশাসক সুজন সাবেক ছাত্রনেতা ও নাগরিক সংগঠক। সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর এই অনুসারী স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতা। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তিনি পূর্ববর্তী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন।

সর্বশেষ খবর