বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

পি কে হালদারসহ পাঁচজনকে দুদকে হাজির হওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

লিজিং কোম্পানির ৩ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎসহ ৪ হাজার ৫০০ কোটি টাকা দেশের বাইরে পাচারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। মঙ্গলবার দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের তলব করে নোটিস পাঠান। নোটিসে আগামী ১৮ আগস্ট দুদকে হাজির হতে বলা হয়েছে। প্রশান্ত কুমার হালদার ছাড়া অপর যাদের তলব করা হয়েছে তারা হলেন- শো’ওয়ালস বাংলাদেশ লিমিটেডের পরিচালক রেজাউর রহমান, ইন্টারন্যাশনাল লিজিং এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের পরিচালক মিজানুর রহমান, শো’ওয়ালস বাংলাদেশ লিমিটেডের পরিচালক মিসেস সৈয়দা রুহি গজনভী ও ব্যবস্থাপনা পরিচালক এম নুরুল আলম। রিলায়েন্স ফাইন্যান্স ও অন্যান্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে দুদক কয়েক মাস আগে অনুসন্ধান শুরু করে। করোনার কারণে এতদিন অনুসন্ধান কাজ স্থবির ছিল। তা আবার সচল করা হয়েছে।

সর্বশেষ খবর