মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

বিকল লঞ্চ থেকে উদ্ধার দুই শতাধিক যাত্রী

৯৯৯ ফোন

নিজস্ব প্রতিবেদক

ট্রিপল নাইনে (৯৯৯) ফোন পেয়ে বুড়িগঙ্গা নদীতে বিকল হওয়া লঞ্চ থেকে দুই শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে কেরানীগঞ্জের হাসনাবাদ নৌ ফাঁড়ির পুলিশ। গত রবিবার সন্ধ্যায় এমভি গ্রিন ওয়াটার-১০ নামক লঞ্চটি সদরঘাট থেকে আনুমানিক দুই শতাধিক যাত্রী নিয়ে চাঁদপুর যাচ্ছিল। পথে বিকল হয়ে পড়লে এ অবস্থার সৃষ্টি হয়। যাত্রীরা আতঙ্কিত হলেও সবাইকে নিরাপদে ঘাটে পৌঁছানো হয়। গতকাল ট্রিপল নাইনের পরিদর্শক আনোয়ার সাত্তার এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রবিবার সন্ধ্যায় ট্রিপল নাইনে শহীদ নামে এক ব্যক্তি ফোন করে লঞ্চ বিকলের বিষয়টি জানান। লঞ্চটি রবিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সদরঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে। ঘণ্টাখানেক চলার পর মাঝ নদীতে লঞ্চটির দুটি ইঞ্জিন বিকল হয়ে যায়। বিকল অবস্থায় লঞ্চটি নদীতে ভাসছিল। লঞ্চে অনেক মহিলা ও শিশু যাত্রী ছিলেন। রাতের অন্ধকারে মাঝ নদীতে বিকল লঞ্চের যাত্রীদের মধ্যে ভীতি ও উত্তেজনার সৃষ্টি হয়। লঞ্চের স্টাফরাও যাত্রীদের রোষের ভয়ে আত্মগোপন করে ছিলেন। কোনো উপায় না দেখে লঞ্চের যাত্রী শহীদ ৯৯৯-এ ফোন করে তাদের উদ্ধারের অনুরোধ জানান। শহীদের বর্ণনা অনুযায়ী তাদের অবস্থান চিহ্নিত করা হয় বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বর এলাকায়। ট্রিপল নাইন কর্তৃপক্ষ দ্রুত নৌ পুলিশকে বিষয়টি অবহিত করে। পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে সদরঘাট লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সোনার তরী নামে একটি লঞ্চ আনার ব্যবস্থা করে পুলিশ। সব যাত্রীকে ওই লঞ্চে উঠিয়ে ঘাটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

সর্বশেষ খবর