শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পুলিশি বাধায় টিকতে পারছে না বিএনপি

-তৈমুর রহমান

পুলিশি বাধায় টিকতে পারছে না বিএনপি

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান বলেছেন, করোনাকালে শুধু মূল দল বিএনপিই নয়, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা মানুষের জন্য কাজ করেছে। তিনি বলেন, আমরা বিরোধী দল, আমাদের চেয়ে সহায়সম্বল তাদের (আওয়ামী লীগ) অনেক বেশি। গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের যে কোনো নেতার চেয়ে বিএনপি ঠাকুরগাঁও জেলায় করোনাকালে জনগণের জন্য বেশি কাজ করেছে। আওয়ামী লীগ পুরনো দল, তারা ব্যর্থ হয়েছে। ঠাকুরগাঁওয়ে করোনাকালের রাজনীতি নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। তৈমুর রহমান বলেন, এ দুর্যোগের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে যতটা সম্ভব ঘরের মধ্যে থেকে বিভিন্ন কমিটির সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তিনি বলেন, আমাদের রাজনীতি শেষ হয়ে গেছে গত নির্বাচনে নিশি ভোটের কারণে। রাজনীতি ধ্বংস হয়ে গেলে দেশের কঠিন অবস্থা হয়। বর্তমানে আমাদের নেত্রীকে মুক্ত করাই মূল লক্ষ্য হলেও পুলিশি বাধায় আমরা রাজনৈতিক সভা সমাবেশ ও জনসম্পৃক্ত কর্মসূচি পালন করতে পারছি না। তার পরেও আমরা ঐক্যবদ্ধ আছি। পাশাপাশি আমরা বিভিন্ন পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো কাউন্সিলের মাধ্যমে নতুন করে গঠনের কাজ করছি। তিনি বলেন, এক সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও ছিল বিএনপির দুর্গ। দীর্ঘ দিন বড় ধরনের কোনো আন্দোলনের কর্মসূচি না থাকায় ঝিমিয়ে পড়েছে দল। বিএনপির নেতারা জানান, আদালতে হাজিরা দিতে দিতেই তারা ক্লান্ত। ফলে সাংগঠনিক কর্মকা-ে তারা মনোনিবেশ করতে পারছেন না। বিভিন্ন কর্মসূচি পালন করতে তাদের পুলিশের অনুমতির অপেক্ষা করতে হচ্ছে। তবে মাঝে মধ্যে তারা অনুমতি ছাড়াও ঝটিকা কর্মসূচি পালন করেন। তাদের সব কর্মসূচি শহরের একটি সড়কে এবং তাদের দলীয় কার্যালয়েই সীমাবদ্ধ থাকছে।

সর্বশেষ খবর