শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে খুন অ্যাম্বুলেন্স ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রমনায় মিজানুর রহমান ডন (৪০) নামে এক অ্যাম্বুলেন্স ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গতকাল সকালে বাংলামোটরের পদ্মা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৩০ আগস্ট রমনার পীরেরবাগ বিটিসিএল অফিসের সামনে তাকে ছুরিকাঘাতে আহত করা হয়।

রমনা থানার এসআই শহিদুল ওসমান মাসুম জানান, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মিজানকে ছুরিকাঘাতে খুন করা হয়। ঘটনার পরপর সাতজনের নাম উল্লেখ করে রমনা থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায়  তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

গতকাল দুপুরে হলি ফ্যামিলি হাসপাতালের সামনে এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে ঢাকার তিন শতাধিক       অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিক বিক্ষোভ করেছেন। ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, প্রকাশ্যে অ্যাম্বুলেন্স মালিক মিজানুরকে হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা বিক্ষোভ করছি

সর্বশেষ খবর