শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালাইয়ের চর সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম ছবিল উদ্দিন (৩৬)। তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আইরমারী চর গ্রামের মুসা আলীর ছেলে। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নারায়ণপুর ইউনিয়নের কালাইয়ের চর সীমান্ত এলাকার ছবিল উদ্দিন তার সহযোগী কয়েকজন গরু ব্যবসায়ীসহ ভারতীয় সীমান্তে গরু আনতে যান। তারা ওই সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯ নম্বর ৪ এসএর কাছ দিয়ে ভারতের আসামের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের আসাম রাজ্যের ৪১ ব্যাটালিয়নের বিএসএফের মন্ত্রীর চর ক্যাম্পের সদস্যরা তাদের উদ্দেশে গুলি ছোড়েন। একটি গুলি ছবিলের পেটে বিদ্ধ হয়। সহযোগীরা  উদ্ধার করে বাড়ি নিয়ে আসার পথে তিনি মারা যান। নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান জানান, বিএসএফের গুলিতে ছবিল মারা গেছেন বলে জেনেছি। তিনি বলেন, ওই সীমান্তে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটছে। নাগেশ্বরী কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ জায়গাটি অত্যন্ত দুর্গম। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল জামাল হোসেন বলেন, ওই সীমান্তে এক ব্যক্তির লাশ উদ্ধারের খবর জেনেছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি তারা গুলিবর্ষণের সত্যতা নিশ্চিত করেননি। তবে তিনি বলেন, পোস্টমর্টেম রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে।

সর্বশেষ খবর