রংপুর মহানগরের মধ্য গণেশপুরে চাচাতো দুই বোনের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। গতকাল রংপুর কোতোয়ালি থানায় নিহত জান্নাতুল মাওয়ার বাবা মমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মাহফুজার রহমান রিফাত নামে এক যুবককে গ্রেফতার করেছে। রংপুর মহানগর উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মারুফ হোসেন গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গণেশপুর থেকে সুমাইয়া আক্তার মীমের (১৬) লাশ ঘরের ভিতর ফ্যানের সঙ্গে ঝোলানো এবং তার চাচাতো বোন জান্নাতুল মাওয়ার (১৪) লাশ মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ। ইতোমধ্যে বিভিন্ন আলামত জব্দসহ তাদের আত্মীয়স্বজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বেশ কয়েকটি দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। শুক্রবার সন্ধ্যার পর জিজ্ঞাসাবাদের জন্য মীম ও মাওয়ার পরিবারের সদস্যদের থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ওই রাতেই নগরের উত্তর বাবুখাঁ থেকে মাহফুজার রহমান রিফাতকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞসাবাদে রিফাত হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, রিফাত নগরের মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এমএ) মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ও বাবুখাঁর এমদাদুল ইসলামের ছেলে। নিহত মীমও ওই মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়। রিফাতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সূত্র ধরে এ হত্যাকা- সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে দুই বোনের লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে। জান্নাতুল মাওয়া স্থানীয় মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মারুফ হোসেন জানান, বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। গ্রেফতার যুবক হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন।
শিরোনাম
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি