রংপুর মহানগরের মধ্য গণেশপুরে চাচাতো দুই বোনের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। গতকাল রংপুর কোতোয়ালি থানায় নিহত জান্নাতুল মাওয়ার বাবা মমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মাহফুজার রহমান রিফাত নামে এক যুবককে গ্রেফতার করেছে। রংপুর মহানগর উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মারুফ হোসেন গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গণেশপুর থেকে সুমাইয়া আক্তার মীমের (১৬) লাশ ঘরের ভিতর ফ্যানের সঙ্গে ঝোলানো এবং তার চাচাতো বোন জান্নাতুল মাওয়ার (১৪) লাশ মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ। ইতোমধ্যে বিভিন্ন আলামত জব্দসহ তাদের আত্মীয়স্বজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বেশ কয়েকটি দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। শুক্রবার সন্ধ্যার পর জিজ্ঞাসাবাদের জন্য মীম ও মাওয়ার পরিবারের সদস্যদের থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ওই রাতেই নগরের উত্তর বাবুখাঁ থেকে মাহফুজার রহমান রিফাতকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞসাবাদে রিফাত হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, রিফাত নগরের মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এমএ) মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ও বাবুখাঁর এমদাদুল ইসলামের ছেলে। নিহত মীমও ওই মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়। রিফাতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সূত্র ধরে এ হত্যাকা- সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে দুই বোনের লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে। জান্নাতুল মাওয়া স্থানীয় মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মারুফ হোসেন জানান, বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। গ্রেফতার যুবক হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন।
শিরোনাম
                        - হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১২৫৬
- ঘন কুয়াশায় যুবাদের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত
- যশোরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
- জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে ২ লাখ ইহুদির বিক্ষোভ
- টগি ফান ওয়ার্ল্ডে ‘স্পুকট্যাকুলার সোয়রে ৪’ হ্যালোইন উৎসব
- জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি মহল কাজ করছে : মির্জা ফখরুল
- রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২৯
- বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি : এহসানুল হক মিলন
- যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি, সর্বনিম্ন শরণার্থী গ্রহণের সীমা ঘোষণা ট্রাম্পের
- ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
- ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার নির্দেশ নিয়ে যা বলল ইরান
- যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান-আফগানিস্তান : তুরস্ক
- যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        