রংপুর মহানগরের মধ্য গণেশপুরে চাচাতো দুই বোনের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। গতকাল রংপুর কোতোয়ালি থানায় নিহত জান্নাতুল মাওয়ার বাবা মমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মাহফুজার রহমান রিফাত নামে এক যুবককে গ্রেফতার করেছে। রংপুর মহানগর উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মারুফ হোসেন গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গণেশপুর থেকে সুমাইয়া আক্তার মীমের (১৬) লাশ ঘরের ভিতর ফ্যানের সঙ্গে ঝোলানো এবং তার চাচাতো বোন জান্নাতুল মাওয়ার (১৪) লাশ মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ। ইতোমধ্যে বিভিন্ন আলামত জব্দসহ তাদের আত্মীয়স্বজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বেশ কয়েকটি দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। শুক্রবার সন্ধ্যার পর জিজ্ঞাসাবাদের জন্য মীম ও মাওয়ার পরিবারের সদস্যদের থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ওই রাতেই নগরের উত্তর বাবুখাঁ থেকে মাহফুজার রহমান রিফাতকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞসাবাদে রিফাত হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, রিফাত নগরের মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এমএ) মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ও বাবুখাঁর এমদাদুল ইসলামের ছেলে। নিহত মীমও ওই মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়। রিফাতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সূত্র ধরে এ হত্যাকা- সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে দুই বোনের লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে। জান্নাতুল মাওয়া স্থানীয় মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মারুফ হোসেন জানান, বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। গ্রেফতার যুবক হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন।
শিরোনাম
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
- মাদারীপুরে দাফনের দেড় মাস পর ঠিকাদারের মরদেহ উত্তোলন
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
- ফ্লোরিডায় তিন খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
- চট্টগ্রামে তিন শতাধিক মানুষ পেল চিকিৎসা ও ওষুধ
- ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
- দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
- পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
- তেঁতুলিয়ায় পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো