মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

মৃত্যু প্রায় ৫ হাজার, শনাক্ত ছাড়াল সাড়ে ৩ লাখ

বিশেষ প্রতিনিধি

মৃত্যু প্রায় ৫ হাজার, শনাক্ত ছাড়াল সাড়ে ৩ লাখ

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মৃত্যুর সংখ্যা এখন প্রায় ৫ হাজার। একই সঙ্গে শনাক্ত ছাড়াল সাড়ে ৩ লাখ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও এক হাজার ৭০৫ জনের দেহে। এ নিয়ে এখন পর্যন্ত ৩ লাখ ৫০ হাজার ৬২১ জন শনাক্ত হলেন। গত এক দিনে করোনায় মারা গেছেন আরও ৪০ জন। পাঁচদিন পর দৈনিক মৃত্যু গতকাল আবার ৪০-এর ঘরে উঠে। এ নিয়ে মোট ৪ হাজার ৯৭৯ জনের মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৫২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৯টি ল্যাবে ১৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৩২৩টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৭৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৭ জন, নারী ১৩ জন। তাদের ৩৭ জন হাসপাতালে, ২ জন বাড়িতে মারা গেছেন ও ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ২০ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ১০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ২ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১০ বছরের কম ছিল। ২৬ জন ঢাকা বিভাগের, ৯ জন চট্টগ্রাম বিভাগের, ২ জন রংপুর বিভাগের এবং ১ জন করে মোট ৩ জন রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৪ হাজার ৯৭৯ জনের মধ্যে ৩ হাজার ৮৭৩ জনই পুরুষ এবং ১ হাজার ১০৬ জন নারী। তাদের মধ্যে ২ হাজার ৫১৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এ ছাড়া ১ হাজার ৩৫৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৬৪১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২৯১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১১৬ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৪২ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ২২ জনের বয়স ছিল ১০ বছরের কম। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩ হাজার ৩২৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৪০২ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬৬৩ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৬২ হাজার ৮৯১ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৯ হাজার ২৯৩ জনকে।

সর্বশেষ খবর