বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ট্রাম্প-বাইডেনের রাজনৈতিক বিরোধ এখন তুঙ্গে

সাইফ ইমন

ট্রাম্প-বাইডেনের রাজনৈতিক বিরোধ এখন তুঙ্গে

সদ্য প্রয়াত সুপ্রিম কোর্ট বিচারপতি গিনসবার্গের উত্তরসূরি নির্বাচনে ৫ জনের তালিকা তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের রাজনৈতিক বিরোধ এখন তুঙ্গে। রিপাবলিকানরা চাইছেন দ্রুততার সঙ্গে এ পদে নিয়োগ দিতে। বিচারক নিয়োগে এখনই তোড়জোড় করায় ফের প্রেসিডেন্ট পদপ্রত্যাশী ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ এনেছেন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। তিনি চান সুপ্রিম কোর্টের শূন্য আসনে নিয়োগ পিছিয়ে দেওয়া হোক। এখনই বিচারক নিয়োগে ট্রাম্পকে সমর্থন না দিতে রিপাবলিকান সিনেটরদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। আর এ বিষয়েই ভোট পিছিয়ে দিতে সিনেট রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন।

ফিলাডেলপিয়াতে রবিবার বাইডেন বলেন, ‘মার্কিন সংবিধান আমেরিকানদের মতামত প্রকাশের সুযোগ দিয়েছে, তাদের সেই মতামত শোনা উচিত, আমেরিকানদের এটি স্পষ্ট করে বলা উচিত যে তারা ক্ষমতার অপব্যবহার সমর্থন করে না। সিনেটের রিপাবলিকানদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আপনাদের বিবেকের কথা শুনুন, মানুষকে কথা বলতে দিন। দেশজুড়ে ছড়িয়ে পড়া আগুন ঠান্ডা হতে দিন।’ এদিকে মার্কিন সুপ্রিম কোর্টের সদ্য প্রয়াত বিচারক রুথ ব্যাডার গিনসবার্গের সম্ভাব্য উত্তরসূরির নাম আগামী শুক্র বা শনিবার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডসে’ দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, তালিকা পাঁচজনে নামিয়ে আনা হয়েছে। তাঁদের মধ্যে যেকোনো একজন হতে পারেন। এর পরপরই অবশ্য ট্রাম্প বলেন চারজনের কথা। এর মধ্যে দুজনের নাম তিনি প্রকাশ করেছেন। এরা হলেন অ্যামি কোনি ব্যারেট ও বারবারা লাগোয়া। এ দুজনের মধ্যে ব্যারেটকে নিয়েই আলোচনা বেশি হচ্ছে। ২০১৮ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের সময়ও তিনি প্রেসিডেন্টের ছোট তালিকায় ছিলেন।

সর্বশেষ খবর