ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান বলেছেন, করোনার পুরো সময় আমরা জনগণের পাশে ছিলাম। আওয়ামী লীগের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু দুই উপজেলায় ত্রাণ বিতরণ করেছেন। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠন ত্রাণ বিতরণ করেছে। অসহায় মানুষের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছে। আমি আমার কর্মীদের দিয়ে অত্যন্ত গোপনে কর্মহীন ও অসহায় মানুষের বাড়িতে নিত্য প্রয়োজনীয় খাদ্য, শিশু খাদ্য পৌঁছে দিয়েছি। কারণ, এমন মানুষ অসহায় হয়ে পড়েছে তারা মান-সম্মানের কথা ভেবে কারও কাছে হাত পাততে পারেন না, কিন্তু খাবার প্রয়োজন। এমন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। করোনায় আক্রান্ত হওয়া মানুষের বাড়িতে ত্রাণ পৌঁছে দিয়েছি। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, মহামারী করোনা আল্লাহর পরীক্ষা মাত্র। এই করোনায় কে কতটুকু মানুষের পাশে দাঁড়াতে পারছে এটাই তার পরকালের জন্য জমা থাকবে। আমাদের এমপি আমির হোসেন আমু ৫ হাজার লোককে ত্রাণ দিয়েছেন। তিনি গোপনে অনেক মানুষকে আর্থিক সহায়তা করেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির তার গ্রামে ত্রাণ দিয়েছেন। ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও তার ছেলে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার ব্যক্তিগতভাবে ৮ হাজার লোককে কাপড়, মাস্ক, স্যানিটাইজার ও ত্রাণ দিয়েছেন। ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি শামিম আহমেদ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বেসিন বসিয়েছেন। ৫০ হাজার লোককে ত্রাণ ও মাস্ক দিয়েছেন। শহরে জীবাণুনাশক ছিটিয়েছেন। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ ১৫০০ পরিবারকে ত্রাণ ও কিছু আর্থিক সহায়তা করেছেন। এ ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, রেড ক্রিসেন্ট, ঝালকাঠি বণিক সমিতিসহ অনেক ব্যক্তি উদ্যোগ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রাণ দিয়েছে। আমাদের দলের নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করেছেন।
শিরোনাম
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- চাটখিল-সোনাইমুড়ি সড়কে একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
নেতা-কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করেছেন
-খান আরিফুর রহমান
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর