শিরোনাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নারায়ণগঞ্জে বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে লোহা গলানোর পাত্র বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন- মিজানুর রহমান (৩৩) ও ফাহিম (২৫)। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বরপা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আবু সিদ্দিক, রাজু, শাকিল ও রফিক। তাদের মধ্যে তিনজনের শরীরের শতভাগ পুড়ে গেছে এবং অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত মিজানুর রহমান চুয়াডাঙ্গা জেলা সদর থানার আলোদিয়ার বাজার এলাকার শাহজাহান মিয়ার ছেলে এবং ফাহিম লালমনিরহাট জেলার পাতিগ্রাম থানার বাংলাবাড়ী এলাকার আকবরের ছেলে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার মধ্য রাতে ওই কারখানায় শ্রমিকরা কাজ করার সময় লোহা গলানোর পাত্রের (ভাট্টি) বিস্ফোরণ হয়। উত্তপ্ত লোহা শ্রমিকদের শরীরে ছিটকে পড়লে ছয়জন দগ্ধ হয়। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এ ঘটনায় কারখানা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। হতাহতদের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর