রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কমছে মৃত্যু বাড়ছে সংক্রমণ

২৪ ঘণ্টায় শনাক্ত ১৫৩১, মৃত্যু ১৪

নিজস্ব প্রতিবেদক

কমছে মৃত্যু বাড়ছে সংক্রমণ

দেশে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর হার কিছুটা কমেছে। তবে ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ হার। করোনা মহামারীর ৪৫তম সপ্তাহের তুলনায় ৪৬তম সপ্তাহে (৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর) মৃত্যু কমেছে ১ দশমিক ৫৯ শতাংশ। ৩ দশমিক ৯৭ শতাংশ নমুনা পরীক্ষা বাড়ানোয় রোগী শনাক্ত বেড়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ৯৮ শতাংশ যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। সংস্থাটির মতে, শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামলেই তাকে নিরাপদ বলে গণ্য করা যায়। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৭৯৫টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৩১ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জনে। গত এক দিনে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৭৩ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৬২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। আগের দিনের তুলনায় গতকাল মৃত্যুর হার দশমিক শূন্য ১ শতাংশ কমেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জন ছিলেন পুরুষ ও ৪ জন নারী। ১৩ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ও ১ জনের বাড়িতে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৯ জন ছিলেন ষাটোর্ধ্ব, ৩ জন পঞ্চাশোর্ধ্ব ও ২ জনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। এর মধ্যে ৮ জন ঢাকা, ২ জন চট্টগ্রাম এবং ১ জন করে ছিলেন রাজশাহী, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর