রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ইথিওপিয়ায় আটকা ১০৪ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক

ইথিওপিয়ার যুদ্ধকবলিত তিগ্রাই অঞ্চলে আটকা পড়েছেন ১০৪ বাংলাদেশি। তারা সেখানে বাংলাদেশের পোশাক তৈরি প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের কর্মী। টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ওই পোশাক কারখানায় বাংলাদেশি ও ইথিওপিয়ানসহ প্রায় ২ হাজার শ্রমিক কাজ করতেন। ইথিওপিয়ান শ্রমিকরা নিজ নিজ আবাসস্থল থেকে কারখানায় এসে কাজ করলেও বাংলাদেশিরা ছিলেন ওই কারখানার কম্পাউন্ডের ভিতরেই। সংঘাত শুরুর পর তাদের পাশের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ডিবিএল কর্তৃপক্ষ।

ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার জানান, সেখানে ডিবিএলের কারখানা এলাকায় বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। আক্রান্ত এলাকায় আটকা পড়েছেন ১০৪ জন শ্রমিক। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছি। আমরা জাতিসংঘ মিশন, ইথিওপিয়ার বিনিয়োগ কর্তৃপক্ষ ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। যেহেতু সংঘাতের কারণে সেখানে এখন উৎপাদনের কাজ বন্ধ রয়েছে, তাই তাদের কীভাবে দ্রুত সরিয়ে আনা যায় সে বিষয়ে আমরা চেষ্টা করছি।

গার্ডিয়ান, রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, তিগ্রাই অঞ্চলের একটি আঞ্চলিক বিদ্রোহী দল টিগারি পিপলস লিবারেশন ফ্রন্ট কেন্দ্রীয় সেনাক্যাম্পে হামলা চালালে পরিস্থিতির অবনতি হয়। সেখানে যে কোনো মুহূর্তে নতুন করে সংঘাত শুরু হতে পারে।

ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক বার্তায় বলা হয়, যুদ্ধাক্রান্ত তিগ্রাই অঞ্চলের আঞ্চলিক রাজধানী মেকেলে থেকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সেখানে থাকা বাংলাদেশিরা এখন পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে আছেন। তাদের উদ্ধার করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে এবং এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর