মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মৃত্যু ও শনাক্ত বেড়েছে

এক দিনে মৃত্যু আরও ৩৬, আক্রান্ত ২১৯৮ জন

নিজস্ব প্রতিবেদক

মৃত্যু ও শনাক্ত বেড়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রতিদিনই মৃত্যু ও শনাক্ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৬ জন মারা গেছেন। এর আগে রবিবার দেশে আরও ১ হাজার ৬৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮৭৪ জনে। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৯৮ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩। গত রবিবার শনাক্তের হার ছিল ১২ দশমিক ৬০ শতাংশ। সেটি গতকাল দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩০ শতাংশে। অর্থাৎ এক দিনের ব্যবধানে নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ বেড়েছে প্রায় ৩ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ। গতকাল করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৩। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৬২৩।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১২ জন নারী।  বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে সাতজন এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩২ জন এবং বাড়িতে চারজন মারা গেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১২টি ল্যাবে ১৪ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৮৯৩টি। এ পর্যন্ত দেশে মোট ২৮ লাখ ৭৭ হাজার ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর