শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

হোম কোয়ারেন্টাইনে লন্ডন থেকে আসা ১৬৫ যাত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

লন্ডন থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে আসা ১৬৫ জন যাত্রীর সবার সঙ্গে ছিল কভিড নেগেটিভ সার্টিফিকেট। তাই স্বাস্থ্য পরীক্ষার পর সবাইকে সাত দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল সকাল ৯টায় ২০২ জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ওসমানীতে অবতরণ করে বিমানের ফ্লাইটটি।

সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনীর বলেন, লন্ডন থেকে সিলেটে আসা  সব যাত্রীর কাছে কভিড-১৯ নেগেটিভ সনদ থাকায় তাদের সাত দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা কোয়ারেন্টাইনে আছেন কিনা তা জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ খতিয়ে দেখবে। সেজন্য আমরা তালিকা করে রেখেছি তদারকির জন্য। সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ২০২ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আসে। এর মধ্যে ১৬৫ জন যাত্রী ছিলেন সিলেটের। তাদের ওসমানী বিমানবন্দরে নামিয়ে দিয়ে বাকি ৩৭ জনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ফ্লাইটটি।

সর্বশেষ খবর