বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত দুই আসামির কারামুক্তির দাবিতে আলোচনা সভা ও তাদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে সোনাগাজী পৌর আওয়ামী লীগ। এই ঘটনায় নিন্দার ঝড় বইছে এলাকাজুড়ে। বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। যাদের জন্য এই আয়োজন তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন এবং সাবেক পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মাকসুদুল আলম। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল। উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলার ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বিটু, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টু, জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন আরিফ ভূঞা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এ ব্যাপারে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম জানান, কর্মসূচি সম্পর্কে আমার জানা নেই। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনও এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ এপ্রিল ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাতের গায়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদৌলার নির্দেশে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিলে ১০ এপ্রিল তার মৃত্যু হয়। একই বছরের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালত এই হত্যা মামলার ১৬ আসামির বিরুদ্ধে (আওয়ামী লীগের এই দুই নেতাসহ) ফাঁসির আদেশ দেন। বর্তমানে মামলাটি হাই কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে।
শিরোনাম
- অসুস্থতার ছুটি চেয়ে বার্তা, ১০ মিনিট পরেই হারালেন প্রাণ
- কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
- বাঁশবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
- ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
- পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় চালু হচ্ছে আজ
- আমেরিকার ‘মিত্র’ কাতারের প্রতি ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে : ট্রাম্প
- ইসরায়েলের হামলায় গাজায় অর্ধশতাধিক নিহত, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
- পদোন্নতির অপেক্ষায় সহস্রাধিক প্রভাষক
- সিডনির পাঞ্জবোলে নারায়ণগঞ্জ জালকুড়ির পুনর্মিলনী অনুষ্ঠিত
- ঠাকুরগাঁওয়ে মৃত্যুদাবির চেক হস্তান্তর
- স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা-ছুরিকাঘাত, অভিযোগ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে
- বগুড়ায় দুই হোটেলকে লাখ টাকা জরিমানা
ফাঁসির দুই আসামির মুক্তি চাইল আওয়ামী লীগ, নিন্দা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর