বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত দুই আসামির কারামুক্তির দাবিতে আলোচনা সভা ও তাদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে সোনাগাজী পৌর আওয়ামী লীগ। এই ঘটনায় নিন্দার ঝড় বইছে এলাকাজুড়ে। বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। যাদের জন্য এই আয়োজন তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন এবং সাবেক পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মাকসুদুল আলম। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল। উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলার ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বিটু, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টু, জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন আরিফ ভূঞা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এ ব্যাপারে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম জানান, কর্মসূচি সম্পর্কে আমার জানা নেই। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনও এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ এপ্রিল ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাতের গায়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদৌলার নির্দেশে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিলে ১০ এপ্রিল তার মৃত্যু হয়। একই বছরের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালত এই হত্যা মামলার ১৬ আসামির বিরুদ্ধে (আওয়ামী লীগের এই দুই নেতাসহ) ফাঁসির আদেশ দেন। বর্তমানে মামলাটি হাই কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে।
শিরোনাম
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০