বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত দুই আসামির কারামুক্তির দাবিতে আলোচনা সভা ও তাদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে সোনাগাজী পৌর আওয়ামী লীগ। এই ঘটনায় নিন্দার ঝড় বইছে এলাকাজুড়ে। বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। যাদের জন্য এই আয়োজন তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন এবং সাবেক পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মাকসুদুল আলম। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল। উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলার ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বিটু, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টু, জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন আরিফ ভূঞা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এ ব্যাপারে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম জানান, কর্মসূচি সম্পর্কে আমার জানা নেই। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনও এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ এপ্রিল ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাতের গায়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদৌলার নির্দেশে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিলে ১০ এপ্রিল তার মৃত্যু হয়। একই বছরের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালত এই হত্যা মামলার ১৬ আসামির বিরুদ্ধে (আওয়ামী লীগের এই দুই নেতাসহ) ফাঁসির আদেশ দেন। বর্তমানে মামলাটি হাই কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে।
শিরোনাম
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
- শাবিপ্রবিতে স্টুডেন্ট রাইটস ফোরামের ফ্রি হেল্থ ক্যাম্প
- আজ বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে : আইন উপদেষ্টা
- শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড
- অস্কার গ্রহণ করলেন টম ক্রুজ