বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পুলিশ ও যাত্রী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাত থেকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজটের কারণে সময়মতো গন্তব্যে পৌঁছতে না পারায় নানা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চন্দ্রা থেকে  টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত কয়েক কিলোমিটারে লেগে আছে যানজট। চার লেনের কাজ প্রশস্তকরণ ও ওভারটেকিংয়ের কারণে এ দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ট্রাকড্রাইভার জাকির হোসেন জানান, আধাঘণ্টার রাস্তা দুই ঘণ্টায় আমরা চন্দ্রায় এসেছি। এভাবে চলতে থাকলে আমাদের ভোগান্তির শেষ হবে না। অনেক কাঁচামালের ট্রাকও আটকা পড়েছে। এতে কাঁচামাল নষ্ট হয়ে যাবে, ব্যবসায়ীরা অনেক লোকসানে পড়বেন, বাজারে শাক-সবজির দাম বেড়ে যাবে। সালনা হাইওয়ে থানার (ওসি) মীর গোলাম ফারুক জানান, রাস্তায় সংস্কার কাজের কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় ওভারটেকিংয়ের কারণে যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ চলছে। আমরা আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হয়ে যাবে।

সর্বশেষ খবর