মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দিনভর ভোগান্তির পর নৌশ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

দিনভর ভোগান্তির পর নৌশ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

সদরঘাটে গতকাল দিনভর কোনো লঞ্চ ছিল না -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর সদরঘাট থেকে দেশের বিভিন্ন রুটে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন নৌযান শ্রমিকরা। বিআইডব্লিউটিএ ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রাত পৌনে ৮টার দিকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এ তথ্য জানান। বৈঠক শেষে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম চৌধুরী বলেন, ‘আমরা বিক্ষুব্ধ শ্রমিকদের আহ্বান করছি, তারা যেন এখনই কাজে যোগদান করেন। যাত্রীসাধারণ যেন আর ভোগান্তির শিকার না হন।’

এর আগে লঞ্চ দুর্ঘটনার এক মামলায় আদালত দুই মাস্টারের জামিন বাতিল করে কারাগারে পাঠানোয় ঢাকার সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছিলেন লঞ্চশ্রমিকরা। এ ঘটনা গতকাল দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তিতে ফেলে। বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক জয়নাল আবেদীন এ বিষয়ে সাংবাদিকদের জানান, একটি মামলায় জামিনে থাকা দুই মাস্টার গতকাল মেরিন কোর্টে গিয়েছিলেন। সেখানে তাদের জামিন না হওয়ায় শ্রমিকরা দুপুরে পন্টুন থেকে লঞ্চ সরিয়ে নেন। তবে চাঁদপুর রুটের লঞ্চ লালকুঠি ঘাট দিয়ে চলাচল করছে। সদরঘাটের মূল পন্টুনের লঞ্চগুলো তারা সরিয়ে নিয়েছেন। মূল পন্টুনের লঞ্চগুলো সাধারণত বিকালে যাত্রা করে। গতকাল বেলা ২টা থেকে কর্মবিরতি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন নৌযান শ্রমিক ফেডারেশন বরিশালের সভাপতি আবুল হাসেম মাস্টার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর