বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

৪০ কোটি ৭০ লাখ টিকা কিনেছে যুক্তরাজ্য

আ স ম মাসুম, যুক্তরাজ্য

টিকা নিয়ে যেভাবে বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছে তাতে সব দেশ চেষ্টা করছে তাদের নাগরিকদের জন্য টিকা নিশ্চিত করতে। এই দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাজ্য। সর্বশেষ যুক্তরাজ্য ফ্রান্সের উৎপাদিত ৪ কোটি ভ্যালনেভা টিকার অর্ডার দিয়েছে।

সরকার বলছে, আগামী শীতে মানুষের যেন টিকা পেতে সমস্যা না হয় সে জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। দেশের প্রয়োজন মিটে গেলে এ টিকা অন্য দেশকেও দেওয়া হবে। সর্বশেষ তথ্যানুযায়ী, যুক্তরাজ্য প্রায় ৪০ কোটি ৭০ লাখ টিকা সুরক্ষিত করেছে। এছাড়াও দেশটিতে ১০ কোটি অক্সফোডের্র অ্যাস্ট্রাজেনেকা, ফ্রান্সের ভ্যালনেভা ১০ কোটি, গ্লাসগোস্মিতক্লিন ৬ কোটি, নোভাভাক্স ৬ কোটি, ফ্রাইজার বায়োটেকের ৪ কোটি, জানসিন ৩ কোটি ও মডার্নার ১ কোটি ৭০ লাখ টিকার অর্ডার দেওয়া হয়েছে। সরকার বলছে, তারা দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার জন্য ৬ কোটি ডোজের চুক্তি স্বাক্ষর করেছে। বিজনেস সেক্রেটারি কোয়াসি কোয়ারটিং বলেন, ২০২১ সালে মানুষকে যেন ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যেতে না হয়, সে জন্যই প্রয়োজনের বেশি টিকার ব্যবস্থা করা হচ্ছে। ভ্যাকসিন মন্ত্রী নাদিম জাহাওয়াই বলেন, যদি যুক্তরাজ্যের কাছে প্রয়োজনের তুলনায় বেশি টিকা থাকে তালে অন্যান্য দেশকে তা দিয়ে দেওয়া হবে। হ্যানকক টিকার জোগান নিয়ে বলেন, এটি খুবই আশাব্যঞ্জক যে, যুক্তরাজ্য আরও ৪ কোটি ভ্যালনেভা টিকা নিশ্চিত করেছে। টিকা আগাম নিশ্চিতকরণের পেছনে যে অর্থ ব্যয় হচ্ছে এটা নিয়ে পস্তানোর কোনো কারণ নেই। যুক্তরাজ্য ভবিষ্যৎ সংকট মোকাবিলায় জন্য আগাম বিনিয়োগ করছে। এরই মধ্যে দেশটিতে প্রায় ১ কোটি মানুষ তাদের প্রথম ডোজ টিকা পেয়েছেন। ১৫ ফেব্রুয়ারির মধ্যে ১.৫ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রার কাছাকাছি রয়েছে যুক্তরাজ্য।

সর্বশেষ খবর