সিলেটে আবারও লাইনচ্যুত হলো তেলবাহী ট্রেন। এতে সারা দেশের সঙ্গে বন্ধ হয়ে পড়েছে সিলেটের রেল যোগাযোগ। গতকাল সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাইনচ্যুত বগি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হয়নি। তবে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশে দুটি ট্রেন ছেড়ে গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এবং বিয়ানিবাজারের মধ্যবর্তী গুতিগাঁওয়ে তেলবাহী একটি ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে সাতটি বগি দুমড়ে-মুচড়ে তেল পড়ে যায়। দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলওয়ে সিলেটের আরডিএম সাদেকুর রহমান জানান, উদ্ধার কাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে মধ্যরাত পর্যন্ত সময় লাগতে পারে। এদিকে, ট্রেন দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. খাইরুল ইসলামকে প্রধান করে গতকাল সকালে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দুর্ঘটনায় প্রায় ৮০০ মিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এদিকে, দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া জ¦ালানি তেল সংগ্রহ শুরু করেন স্থানীরা। বালতি-মগসহ নানা ধরনের পাত্র নিয়ে দিনভর তেল সংগ্রহ করেন স্থানীয়রা। অনেককে ট্রেনের দুর্ঘটনাকবলিত ওয়াগন থেকেও তেল সংগ্রহ করতে দেখা যায়। অপরদিকে, দুর্ঘটনার কারণে সিলেটের পরিবর্তে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে গতকাল ঢাকার উদ্দেশে দুটি ট্রেন ছেড়েছে। কুলাউড়া জংশন রেল স্টেশনের মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে দুপুর সাড়ে ১২টায় স্থানীয় যাত্রীদের নিয়ে ট্রেনটি কুলাউড়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ ছাড়া বিকাল ৫টায় ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনও সেখান থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
 
                         
                                                             
                                     
                                     
                                     
                                    