বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
দুই দলের মহানগরের রাজনীতি

পুনর্গঠনের তোড়জোড় বিএনপিতে

শফিউল আলম দোলন

পুনর্গঠনের তোড়জোড় বিএনপিতে

ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি পুনর্গঠনের তোড়জোড় চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে কয়েকজন নেতার সঙ্গে কথাবার্তা বলেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। তিনি ২৫ ফেব্রুয়ারি দেশে ফিরতে পারেন। এরপর ঢাকা মহানগরের দুই শাখায় আহ্বায়ক কমিটি ঘোষণা হতে পারে। ঢাকা মহানগরী দক্ষিণে আহ্বায়ক পদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানের নাম আলোচনায় আছে। একইভাবে ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক পদে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানীর নাম আলোচনায় রয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাজনৈতিক দলের কমিটি পুনর্গঠন হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। সে প্রক্রিয়ার অংশ হিসেবেই ঢাকা মহানগর বিএনপির দুটি কমিটি পুনর্গঠন করা হচ্ছে। কমিটি দুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় খুব শিগগিরই তা ঘোষণা করা হতে পারে। জানা গেছে, বিএনপি হাইকমান্ড থেকে ‘সবুজ সংকেত’ পাওয়ার পরেই ঘোষণা করা হবে ঢাকা

মহানগর বিএনপির দুই কমিটি। অভিজ্ঞতা আর তারুণ্যের সমন্বয়েই গঠন করা হচ্ছে এবারের কমিটি। মহানগর কমিটি পুনর্গঠনে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত মতামত নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণে আমানউল্লাহ আমান ছাড়াও আহ্বায়ক পদে বর্তমান সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের নাম আলোচনায় আছে। উত্তরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ছাড়াও ঢাকা মহানগর উত্তরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও যুবদলের সভাপতি সাইফুল আলম নীররের নামও বলছেন নেতা-কর্মীরা। এ ছাড়া বর্তমান সভাপতি এম এ কাইয়ুমকে ফের আহ্বায়ক করা হতে পারে বলেও কেউ কেউ বলছেন। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ইট ইজ কন্টিনিয়াস প্রসেস’। সে প্রক্রিয়াটি চলছে। দলের মহাসচিব চিকিৎসার্থে বিদেশে আছেন। তিনি দেশে ফেরার পর তা ঘোষণা করতে পারেন। তবে সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়েই ঢাকা মহানগর বিএনপির দুই কমিটি গঠন করা হচ্ছে। রাজধানীর দুই সিটিতে বিএনপির সদস্য সচিব পদে অনেকের নামই আলোচনায় উঠে আসছে- তার মধ্যে মহানগর উত্তরে সিটি নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, বজলুল বাসিত আঞ্জু, ফেরদৌস আহমেদ মিষ্টি, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আলিম নকীর নাম রয়েছে। মহানগর দক্ষিণ বিএনপিতে সদস্য সচিব পদে সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি মনোনীত মেয়র ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ছাড়াও মহানগর দক্ষিণের বর্তমান সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহসভাপতি নবীউল্লাহ নবী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, যুবদলের রফিকুল আলম মজনুর নাম আলোচনায় আছে। বিএনপির এক নেতা জানান, রাজধানীর দুই সিটিতে এবার ‘অখ- ঢাকা মহানগর বিএনপি’র নীতি বাস্তবায়ন সম্ভব না হলেও পরবর্তীতে এই পরিকল্পনা বাস্তবায়ন করার পক্ষে মতামত দিয়েছেন দলের হাইকমান্ড। সেক্ষেত্রে দল সরকারে গেলে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ক্ষেত্রেও কেন্দ্রীয়ভাবে অখ- একটি করপোরেশন রেখে রাজধানীকে চারটি জোনে ভাগ করে চারটি মেয়র পদ সৃষ্টি করা হতে পারে। মহানগর বিএনপিকে দুই ভাগ করে সর্বশেষ কমিটি গঠন করা হয় ২০১৭ সালের ১৮ এপ্রিল। দলের যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে দক্ষিণের সভাপতি ও কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক এবং উত্তরে এম এ কাইয়ুমকে সভাপতি এবং আহসান উল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে ৭০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পার হওয়ায় আরও অনেক আগেই কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে।

সর্বশেষ খবর