বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ডিসি এসপি ওসি প্রত্যাহারের দাবিতে কাদের মির্জার থানা ঘেরাও

নোয়াখালী প্রতিনিধি

সেতুমন্ত্রীর ভাই, বসুরহাটের পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও তার সমর্থকরা পাঁচ দফা দাবিতে থানার সামনে ‘অবস্থান’ পালন করেছেন। এ সময় থানা ঘেরাও এবং গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানার ওসি প্রত্যাহার এবং আওয়ামী লীগের অপরাজনীতি বন্ধ করা এবং দলীয় কয়েকজন নেতাকে গ্রেফতার করা। অবস্থান শুরু হয় গতকাল রাত ৯টায়, চলে সাড়ে ৯টা পর্যন্ত।

কাদের মির্জা গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার কোম্পানীগঞ্জে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছেন। এ ছাড়া শুক্রবার থেকে পুনরায় থানার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের মির্জা বলেন, উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিনও তাকে ছেড়ে চলে গেছেন। এখন তার সঙ্গে কেউ নেই। তিনি আওয়ামী লীগ নেতা স্কান্দার মির্জা শামীম, জুয়েল ও তার ভাগিনা রাহাতের সমালোচনা করে বলেন, তারা মন্ত্রী (ওবায়দুল কাদের)-এর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার টেন্ডার নিয়েছেন এবং লুটপাট করেছেন। তারাও তাকে ছেড়ে চলে গেছেন। তিনি বলেন, তবু তিনি আন্দোলন চালিয়ে যাবেন। কাদের মির্জা বলেন, শুক্রবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তিনি এ সময় গণমাধ্যমকর্মীদের বলেন, তাকে এবং তার পরিবারের সদস্য ও সমর্থকদের হত্যার চেষ্টা করা হচ্ছে। এ জন্য ৫০ কোটি টাকার ফান্ডও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। অবস্থান কর্মসূচির সময় বসুরহাট-কবিরহাট সড়কে গাছ ফেলে অবরোধ করে এবং বসুরহাট বাজারে ঢোকার পথ বন্ধ করে রাখেন দলীয় নেতা-কর্র্মী রা। এর ফলে কোম্পানীগঞ্জের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন জানান, বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু। তাই আপাতত পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

 

সর্বশেষ খবর