শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

মোবাইলের আইএমইআই পরিবর্তন করতেন তারা

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ফোনের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) পরিবর্তনে জড়িত থাকার অভিযোগে রাজধানীর পূর্ব নাখালপাড়া ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলেন- মো. সফিকুল ইসলাম (২৫), মাসুদ আহমেদ রানা (৩৮), মো. ইমন (২৩), সিরাজ আলী (৩০), রানা হাজরা (২৬) ও আল আমিন (১৯)। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত দুটি অভিযানে তাদের কাছ থেকে মনিটর, সিপিইউ, মাউস, ক্যাবল, এডাপ্টর ও সাতটি মোবাইলের আইএমইআই পরিবর্তনের ‘সিএম২ ডঙ্গল’ সফটওয়্যার, ২০টি মোবাইল ফোন সেট ও নগদ ৬৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ‘তারা চোরাই মোবাইলের আইএমইআই নম্বর              পরিবর্তনকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে ‘সিএম২ ডঙ্গল’ সফটওয়ারের মাধ্যমে চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরির্বতন করে বিভিন্ন অপরাধীদের অপরাধ করায় সহায়তা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।’

সর্বশেষ খবর