শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সমাবেশ সফল করতে শেষ মুহূর্তে কৌশল বদলাল খুলনা বিএনপি

২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ ঘোষণা মালিক-শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

‘সমাবেশস্থলের অনুমতি না দিয়ে কালক্ষেপণ, গণগ্রেফতার অভিযান ও হঠাৎ পরিবহন চলাচল বন্ধের ঘোষণায়’ চাপে পড়েছে খুলনা বিএনপি। ফলে আজ দুপুরের সমাবেশ সফল করতে কৌশল বদলিয়েছে বিএনপি। যে কোনো মূল্যে সমাবেশে কর্মী ও লোক সমাগম বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে দলটি। দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে ছয়টি সিটি করপোরেশনে ধারাবাহিক এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, সমাবেশ যেন সফল না হয়, এ লক্ষ্যে হঠাৎ পরিবহন চলাচল বন্ধ করা হয়েছে। সমাবেশের অনুমতি না দিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হয়েছে এবং বিভিন্ন স্থানে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। তার পরও সমাবেশ সফল করতে প্রয়োজনে গেরিলা কায়দায় লোকজন নিয়ে আসতে হবে। বাড়ি থেকে বের হয়ে ডুব দিয়ে হলেও সমাবেশস্থলে আসতে হবে। জেলা-উপজেলার নেতাকর্মীরা আগের রাতে শহরে এসে থাকবেন। খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা এলাকার নেতাকর্মীরা রাত থেকেই সমাবেশস্থলের আশপাশে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। তিনি বলেন, সমাবেশস্থলে কোনো ব্যক্তির নামে স্লোগান না দেওয়া, মঞ্চকে ঘিরে নিরাপত্তা বেষ্টনী ও মিছিল নিয়ে মঞ্চের কাছাকাছি না যাওয়া এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা যায়, ছয় সিটি করপোরেশন এলাকায় কর্মসূচির প্রথমে ১৮ ফেব্রুয়ারি বরিশালে বিএনপির সমাবেশেও শেষ মুহূর্তে অনুমতি দেওয়া হয়। বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নেওয়ার কথা বলছেন বিএনপি নেতারা। নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, খুলনায়ও সর্বশেষ ২০১৯ সালের ২৫ জুলাই চাপের মুখে দুপুর ১২টার সময় মহাসমাবেশের অনুমতি দেওয়া হয়। এবারও হয়তো একই অবস্থা হবে কিংবা সমাবেশের অনুমতি পাওয়া যাবে না। কিন্তু আমাদের অবস্থান সুদৃঢ় থাকবে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করেই সমাবেশ বাস্তবায়ন করব। সমাবেশে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলালসহ ছয়টি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীরা উপস্থিত থাকবেন। এদিকে সমাবেশের আগ মুহূর্তে খুলনা জেলার ১৮টি সড়কে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বাস মালিক সমিতির নেতারা। খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এজন্য শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা শহরের কোনো পরিবহন ছেড়ে যাবে না এবং কোনো পরিবহন শহরে প্রবেশ করবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর