আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের উপকমিটিতে নাম লিখিয়ে কেউ চাঁদাবাজি অথবা ক্ষমতার দাপট দেখালে সঙ্গে সঙ্গে তাকে কমিটি থেকে বাদ দেওয়া হবে। আর যারা একাধিক উপকমিটিতে নাম লেখাবেন তাদের সব কমিটি থেকে বাদ দেওয়া হবে। একজন একাধিক কমিটিতে থাকতে পারবেন না। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পরিচিতি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসা থেকে সভায় সংযুক্ত হন। পরিচিতি সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা বক্তৃতা করেন। উপকমিটির বিভিন্ন কার্যক্রমের ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেন উপকমিটির সদস্য অধ্যাপক কামরুজ্জামান। ওবায়দুল কাদের বলেন, উপকমিটিতে নাম লেখানোর পর অনেকের খোঁজখবর পাওয়া যায় না। উপকমিটির সদস্য পদে নাম লিখিয়ে কেউ কেউ কার্ড ছাপিয়ে নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দেশের মানুষ স্বাধীনতাবিরোধীদের সঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে না। তিনি আরও বলেন, বিএনপির সন্ত্রাসীদের লাঠিসোঁটা দিয়ে পুলিশ পেটানোর চিত্র জনগণ দেখেছে। এটাই বিএনপির রাজনীতি। বিএনপিতে সন্ত্রাসী কর্মকান্ড ছাড়া ভালো কিছু নেই। তিনি বলেন, বিএনপির সমাবেশের কারণে বাসমালিকরা জ্বালাও-পোড়াওয়ের ভয়ে বাস চালানো বন্ধ করে দেন। কারণ বিএনপির আগুন-সন্ত্রাসের কথা দেশের মানুষ এখনো ভুলে যায়নি। এর আগে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির নবনির্বাচিত সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সুজিত রায় নন্দী বলেন, শুধু করোনা নয়, দেশের যে কোনো দুর্যোগে সবার আগে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি মানুষের পাশে থাকে ও থাকবে। এ সময় উপকমিটির সদস্য আখলাকুর রহমান মাইনু, হাসিবুর রহমান বিজন, আমিনুল মাতব্বর, দুলালচন্দ্র গাইন, মোজাফ্ফর জমাদার, মাহবুবুর রশিদ, আমিনুল ইসলাম, মনব্বর হোসেন, আরফাজুর বান্টি, মাফজুরুর রহমান, ফারুকুজ্জামান, খাইরুল আলম সাগর, আকাশ জয়ন্ত, মিজানুর রহমান খান, আবদুল বারেক, আল মামুন সরকার, হাশেম রেজা, রফিকুল ইসলাম রনি, সফিক বাবু, ফারজানা শোভা, পার্থ রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        