শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রাজনীতিতে এখন আমোদ পান আমলারা

-বদিউর রহমান

রাজনীতিতে এখন আমোদ  পান আমলারা

সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বদিউর রহমান বলেছেন, আমলাদের অতিমাত্রায় রাজনৈতিক হওয়ার প্রবণতা নেতিবাচক দিক। তারা এখন রাজনীতিতে আমোদ পান। কারণ, রাজনীতিতে ক্ষমতা থাকে। অনেক আমলা এখন চুক্তিভিত্তিক নিয়োগে (আমি বলি ঠিকাদারি) আগ্রহ দেখান। আগে মুখ্য সচিব, কেবিনেট সচিব পদ থেকে আসার পর আবার চাকরি করেন। খাওয়া পরার অভাব নেই। একটি পজিশনে গিয়েও তারা চাকরি করতে চান। এই হলো আমলা চরিত্র। আমলাদের আচরণবিধি মেনে চলা উচিত। তাদের যেমন রাজনৈতিক সভা-সমাবেশে যাওয়া উচিত না, তেমনই গোপন বৈঠক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন হয় এমন লেখালেখি করাও ঠিক নয়।

সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। আলাপচারিতায় এনবিআরের সাবেক এই চেয়ারম্যান বলেন, গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুলস আছে, পাবলিক সার্ভিস কন্ডাক্ট রুলস আছে, আচরণবিধি আছে। সেই নিয়মে আমলাদের গোপন বৈঠক, রাজনৈতিক সভা সমাবেশে যোগদান চলে না। এটার জবাবদিহিতা নেবে কে? রাজনৈতিক নেতৃত্ব। তারা যদি বিষয়টি দেখেও না দেখার ভান করেন তাহলে আমলারা তো এসব করবেনই। এখন আমলারা রাজনীতিবিদদের সঙ্গে বক্তব্য দেন কীভাবে? ওই রাজনীতিবিদ অনুমতি দিচ্ছেন কেন? তাকে ডাকছেন কেন? এটা দুই কারণে হতে পারে। এক. ওই আমলার কাছ থেকে তিনি প্রকাশ্য বা অপ্রকাশ্য উপকৃত হন। দ্বিতীয়ত. ওই আমলার বুদ্ধি নিয়ে এগোতে চান। দুটিতেই ওই রাজনীতিবিদের জন্য খারাপ।  তিনি আরও বলেন, এখন সরকারি আমলাদের এখনকার আচরণকে অবশ্যই আমি ভালোভাবে দেখি না। রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। আর আমলাদের হাতেই আমলাতন্ত্র থাকা উচিত। এখন সরকার যদি কিছু অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, কিছু সাবেক প্রশাসনিক আমলা পোষেন, তখন আমলারা ঘাড়ের ওপর উঠতে চেষ্টা করবেন- এটাই স্বাভাবিক। এখন অভিযোগ করা হয়, আমলারা রাজনৈতিক নেতৃত্বকে মানেন না। আপনি যদি নেতৃত্বগুণে রাজনীতিক হয়ে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আমলা তো আপনার ওপর ছড়ি ঘুরাবেই। আপনি তাকে প্রশ্রয় দিচ্ছেন কেন?

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর